HDFC

HDFC: সব্বাইকে টেক্কা দিয়ে গ্রাহকদের বড় উপহার দিল HDFC ব্যাঙ্ক! একলাফে FD-তে বাড়লো সুদের হার

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক গুলির মধ্যে অন্যতম  এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। মাত্র কয়েকদিন আগেই ঋণের সুদের হার বাড়িয়ে কোটি কোটি গ্রাহককের মুখে হাসি ফুটিয়েছে এই ব্যাঙ্ক। নিয়ম অনুযায়ী ২কোটি টাকার কম FD-এর সুদের হার ২৫বেসিস পয়েন্ট বাড়িয়েছে। HDFC ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নতুন FD রেট ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে।

ইতিমধ্যেই ব্যাঙ্কটি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩.৫% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ দিচ্ছে। এই ব্যাঙ্ক ১৮ মাস থেকে ২১ মাসের কম সময়ের FD-এর সুদ ৭% থেকে বাড়িয়ে ৭.২৫% করেছে৷ HDFC ব্যাঙ্ক ৭ থেকে ২৯ দিনের মধ্যে পরিপক্ক FD- এ সাধারণ নাগরিকদের ৩% সুদ দিচ্ছে ৷ ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে পরিপক্ক FD-তে ৩.৫০% হারে সুদ পাওয়া যাবে।

যেখানে ৪৬ দিন থেকে ছয় মাসের কম সময়ের মধ্যে ম্যাচিউর FD গুলি ৪.৫০% হারে সুদ পাবে৷ ব্যাঙ্কটি ছয় মাস, একদিন থেকে নয় মাসের FD-এর উপর ৫.৭৫% হারে  সুদ দিচ্ছে। নয় মাসে, একদিন থেকে এক বছরেরও কম মেয়াদে FD-তে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

এইচডিএফসি ব্যাঙ্ক,HDFC Bank,FD,এফডি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বর্তমান নিয়ম অনুযায়ী বর্তমানে HDFC ব্যাঙ্কের সাধারণ সুদের হার হয় ৬.৬০ শতাংশ। তবে সেটা এক বছর এবং ১৫ মাসের কম মেয়াদের ম্যাচিউর FD-তে। কিন্তু ১৫ মাস থেকে ১৮মাসের মধ্যে FD-তে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ব্যাঙ্ক FD-এর সুদের হার ১৮ মাস থেকে ২১ মাসের কম 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এটি ৭% থেকে ৭.২৫% বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্ক ২১ মাস থেকে ২ বছর ১১ মাস পর্যন্ত FD-এ ৭.১৫% হারে সুদ দিচ্ছে। এছাড়াও, ব্যাঙ্কটি ৫৫ মাসের এফডি-তে ৭.২০% সুদ দিচ্ছে ।

আরও পড়ুন: জলের দামে পেয়ে যাবেন আইফোনের এই মোবাইল! টাকার অংক শুনলে কিনবেন আপনিও

দেশের প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ পাচ্ছেন। HDFC ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য FD- তে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ দিচ্ছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD-তে এই ব্যাঙ্ক ৩.৫% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ দিচ্ছে৷ এছাড়াও তাঁদের জন্য ১৮ থেকে ২১ মাসের কম সময়ের জন্য সর্বোচ্চ সুদের হার হল ৭.৭৫%।এখানেই শেষ নয়।  এই ব্যাঙ্ক  বাল্ক ডিপোজিট সুদের হারেও  সংশোধন করেছে। এইবার এটি ১৮-২১ মাসের কম সময়ের জন্য FD তে সুদের হার ৭.০৫ থেকে ৭.২৫% বাড়িয়ে দিয়েছে।

Avatar

anita

X