নিউজ শর্ট ডেস্ক: ৩৫,০০০ টাকার-ও কম দামে আই ফোন ১৪ (iPhone 14)। কি নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না তো! অবিশ্বাস্য হলেও এবার এমনই লোভনীয় দামে পাওয়া যাচ্ছে এই আইফোন। হিসাব বলছে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে এবার এই ফোনটি ৩৫০০০ টাকার কম দামে কেনা যাবে।
ধামাকা অফারের সাথেই Apple কোম্পানির এই -এই iPhone 14-তে পাওয়া যাচ্ছে নতুন ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে এবং ৪৮MP সেন্সর। এতে সর্বশেষ iPhone 15-এর মতোই সমস্ত বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। তবে তুলনামূলকভাবে অনেক কম দামে৷ এই ফোন কেনার ওপরে জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart যে ডিসকাউন্ট দিচ্ছে তা এককথায় অবিশ্বাস্য।
এক নজরে দেখে নেওয়া যাক এই অফারের সমস্ত খুঁটিনাটি। Flipkart এই iPhone 14-এর ১২৮জিবি ভ্যারিয়েন্টে ফ্ল্যাট ১৮% ছাড় দিচ্ছে। হিসাব অনুযায়ী ৬৯,৯০০ টাকার iPhone 14-এর উপরে এবার ফ্ল্যাট ১২,৯০১ টাকার ছাড় দেওয়া হচ্ছে। তবে কারও কাছে যদি ব্যাঙ্ক অফ বরোদা বা সিটিব্যাঙ্ক থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে তিনি সরাসরি ১৫০০ টাকার ছাড়-ও পেতে পারেন। অর্থাৎ ফোনটি ৫৫,৪৯৯ টাকা দামেও পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনের দাম এসে দাঁড়াচ্ছে ৫৬,৯৯৯ টাকায়।
এখনও পর্যন্ত অনলাইনে এটাই সবচেয়ে কম দাম। এছাড়াও এর উপরে রয়েছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার। এই সমস্ত অফার একসাথে যোগ করা হলে iPhone 14 কেনা যেতে পারে ৩৫০০০ টাকারও কম দামে।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য বিরাট সুখবর! বিটিএস এসে পৌঁছতেই চালু হচ্ছে BSNL 4G পরিষেবা
এখানেই শেষ নয় কারও কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে, তাহলে তা এক্সচেঞ্জ করেই আইফোন ক্রয়ের উপর অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। তাই এই আইফোন কেনার জন্য গ্রাহকরা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে নিজেদের পুরনো স্মার্টফোনের যে কোনও একটি এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন।
অফারের তালিকা – iPhone 14-এর ১২৮ জিবি মডেলে ফ্ল্যাট ১৮% ছাড়ের অফার। অর্থাৎ প্রায় ১২,৯০১ টাকার ছাড়। এর ফলে ৬৯,৯০০ টাকার ফোন পাওয়া যাবে ৫৬,৯৯৯ টাকায়।