Heavy to Very Heavy Rainfall in West Bengal South Bengal Weather Update

ঘূর্ণাবর্তের জেরে তুমুল বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি: আবহাওয়ার খবর

নিউজশর্ট ডেস্কঃ এবছরে বর্ষার শুরুর দিকে সেভাবে বৃষ্টি (Rainfall) না হলেও বিগত কিছুদিন এক নাগাড়ে বৃষ্টিপাত হয়েই চলেছে। কখনো মাঝারি তো কখনো মুষলধারে বৃষ্টি চলছেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবার দোসর হল  ঘূর্ণাবর্ত। যার জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কাছেই রয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির খেলা চালু থাকবে গোটা দিন। তবে আজ কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি? চলুন জেনে জেওয়া যাক সমস্ত আপডেট সহ আজকের আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে। সাথে বিদ্যুৎ চমকাতে পারে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলির উদ্দেশ্যে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি জিতেছে আলিপুর আবহাওয়া দফতর।

জুলাই মাসের শেষ দিনে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বেশ ভালো বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। একইসাথে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে প্রায় ৮০-৮৫ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টির ইনিংস চালু থাকছে। তবে দক্ষিণের মত ভারী বা অতিভারী নয় মাঝারি বর্ষার সম্ভাবনাই থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুধুমাত্র কালিম্পঙয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টি আগামী ৪ঠা অগাস্ট পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে, তাপর কোমর সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারেও বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির উদ্দেশ্যে। তবে শনিবারের পর কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X