Papiya Paul

ছবিতে ‘S’ অক্ষরের ভিড়ে লুকিয়ে আছে একটি মাত্র ‘E’, মাত্র ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি বুদ্ধিমান

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিছু না কিছু ছবি ভাইরাল হয়। সেখান থেকে আপনাকে একটি সংখ্যা, শব্দ খুঁজে বের করতে হয়। এগুলিকে সাধারণত ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বলে। ছবিগুলি দেখলে এক মনে হয় আর এর অন্তর্নিহিত অর্থ হয় অন্তররকম।

   

আজকের দিনে এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে অপটিক্যাল ইলিউশন ছবিগুলো যে কারো মনকে চ্যালেঞ্জ করে এবং মানুষ ভাবতে বাধ্য হয়। এই ছবিগুলি আপনার মস্তিষ্ক এবং চোখকে পরিশ্রম করায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি আপনাকেও ভাবতে বাধ্য করবে।

বর্তমান সময়ে ইংরেজি তো কমবেশি সকলেই জানেন। বর্তমান সময়ে ইংরেজি কমবেশি সবাই জানেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই সেই জিনিস গুলি জানতেই হবে আপনাকে। তবে আজকের প্রতিবেদনে আপনাদের এমন একটি ছবি দেখাবো যেখানে গোটা ছবি জুড়েই লেখা আছে ‘S’ অক্ষর, কিন্তু এর মাঝেই রয়েছে অন্য একটি অক্ষর।

এই অপটিক্যাল ইলিউশনটি সমাধান করার জন্য ১০ সেকেন্ড সময় পাবেন আপনি। সময়ের মধ্যে উত্তর দিতে পারলে আপনার একাগ্রতা নিয়ে সন্দেহের কোনো জায়গাই থাকেনা। তবে জেনে অবাক হবেন যে, মাত্র ৫% মানুষ এখনও পর্যন্ত সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে।

এতক্ষনে নিশ্চয়ই কেউ কেউ উত্তর পেয়েছেন, কেউ আবার উত্তর পাননি। চলুন আমরাই আপনার জন্য উত্তর বলে দিচ্ছি। এখানে ৫ নম্বর লাইনের একদম শেষের একটু আগে রয়েছে ‘E’ অক্ষরটি। আপনাদের সুবিধার জন্য মার্ক করে দেওয়া হল। কেমন লাগলো নিউজশর্টের এই প্রতিবেদন? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।