নিউজশর্ট ডেস্কঃ ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে হিরো মোটোকর্প(Hero Motocorp) বেশ জনপ্রিয়। এই সংস্থার তরফ থেকে Vida ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার অফার করা হয়েছে। সম্প্রতি এই কোম্পানি নতুন Vida V1 Plus নামক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যেটির দাম V1 Pro-এর তুলনায় ৩০০০০ টাকা কম।
এই নতুন ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন এবং পারফরম্যান্স সমস্ত কিছুতেই এই ইলেকট্রিক স্কুটারটি Ola, Ather, TVS,Bajaj-এর সঙ্গে তুলনা করছে। আপনি যদি নতুন একটি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন। তাহলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই Vida V1 Plus কিনে নিতে পারেন। তবে এই মুহূর্তে সবথেকে দামি ইলেকট্রিক স্কুটার হল TVs iQube, সবথেকে সস্তার ইলেকট্রিক স্কুটার হল Ather 450S।
Vida V1 Plus-র ফিচার্স: এই নতুন ইলেকট্রিক স্কুটারটি ১০০ কিলোমিটার সিঙ্গেল চার্জ রেঞ্জ সহ রয়েছে। এটির চার্জিং স্পিড বেশ ভালো আছে। এরমধ্যে ৫ ঘন্টা ১৫ মিনিটের দুটো ব্যাটারি চার্জ হয়। এই গাড়িটির অতিরিক্ত সাবসিডি ধরে দিল্লিতে Vi Pro কিনতে খরচ পড়বে ৯৭,৮০০ টাকা (এক্স-শোরুম)।
আরও পড়ুন: Hero: মাত্র ৩ হাজার টাকায় বাইক! জলের দামে কিনে ফেলুন এই ঝাক্কাস বাইক
এই Vida V1 Plus ও V1 Pro-তে একই ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এই গাড়ির আউটপুট ৬ কিলোওয়াট। তবে ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে প্রো-এর তুলনায় প্লাস ভ্যারিয়েন্টে ০.২ সেকেন্ড সময় বেশি দেবে। এই স্কুটারে একটি ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি থেকে ১০০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করেছে সংস্থা। এই গাড়ির টপ স্পিড ঘন্টা প্রতি ৬৫ কিলোমিটার।
এই Vida V1 Pro-এর ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি সম্পূর্ণ চার্জে ১১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। অন্যান্য ফিচার্স V1 Plus ও V1 Pro সমান বলা যায়। যেমন ডিজাইন, চ্যাসিস, হুইল, ব্রেক, কালার, টাচস্ক্রিন। এছাড়া ডিসপ্লে দুটি মডেলেরই সমান।