Arijit

কাশ্মীর থেকে ৩৭০ ধারা হাটানোর পর কজন জমি কিনেছেন, অবাক করা তথ্য দিল কেন্দ্র

প্রায় দুবছর হয়ে গেল কেন্দ্রিয় সরকার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে। নিয়মে পরিবর্তন আনার পর বর্তমানে ভারতবর্ষের যেকোনো রাজ্যের বাসিন্দায় আনায়াসে জমি কিনতে পারে জম্মু কাশ্মীরে। তবে ৩৭০ ধারা রদ করার পর থেকে বারবার এই নিয়ে সরব হয়েছিল বিরধিরা। আর তাই মঙ্গলবার সংসদে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, ৩৭০ ধারা রদ করার পর ভিন রাজ্যের কতজন মানুষ সেখানে জমি কিনেছেন?

   

এই প্রশ্নের উত্তরে সরকার জবাব দিতে দেরি করেনি। সরকার পক্ষের তরফে জানানো হয় , ২০১৯ সালের আগাস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত মাত্র দুজন ভিন রাজ্যের ব্যাক্তি জম্মু কাস্মিরে জমি কিনেছেন। লোকসভায় করা একটি প্রশ্নের জবাব দেওয়ার দেওয়ার সময় এই পরিসংখ্যান দেন কেন্দ্রিয় মন্ত্রি নিত্যানন্দ রাই।

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে দেশের বেশকিছু ভালো হয়েছে বিশেষ করে সেনাবাহিনীর উপর থেকে পাথরবাজের হামলা অনেকটা কমে গিয়েছে। এছারাও নতুন করে সেখানে আবার বিধানসভার ভোট করানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র। তবে আঞলিক দল গুলি বিধান সভা ভোটে অংশগ্রহন না করার হুমকি দিয়েছে।