Money Making Tips

Papiya Paul

Money Making Tips: লাখ লাখ টাকা নয়, মাত্র ১০০ টাকা বাঁচিয়ে হতে পারেন কোটিপতি! শুধু করতে হবে এই কাজ

নিউজশর্ট ডেস্কঃ আজকাল প্রত্যেকটি মানুষই অর্থ উপার্জনের পাশাপাশি ধনী হওয়ার জন্য চেষ্টা করেন। অনেকেই মনে করেন ধনী হতে গেলে প্রচুর প্রচুর টাকা অর্থ উপার্জন(Money Making Tips) করতে হবে। আসলে ধনী হতে গেলে প্রচুর অর্থ উপার্জন করতে হবে ঠিকই কিন্তু এর পাশাপাশি কিছু বুদ্ধির কাজ করতে হবে।

   

সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারলে অল্প রোজগার করেও ধনী হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি প্রত্যেকদিন ১০০ টাকা করে বাঁচিয়েও কোটিপতি হওয়া সম্ভব হয়। এই কথাটি শুনে নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন না। তবে আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

লাখ লাখ টাকা উপার্জন নয়, প্রত্যেকদিন ১০০ টাকা করে বাঁচিয়েও কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহু মানুষ আছেন যারা প্রত্যেক দিন হাত খরচে ১০০ টাকার বেশি খরচ করে ফেলেন। এক্ষেত্রে উল্টোপাল্টা কাজে ১০০ টাকা প্রত্যেকদিন খরচ না করে সেই টাকা যদি সঞ্চয় করা যায় তাহলে সেটি বিনিয়োগ করে কোটিপতি হওয়া সম্ভব।

Money Making Tips

আরও পড়ুন: Financial Rules: ১ এপ্রিল থেকে বদলাচ্ছে এই ৫টি নিয়ম! ফ্যাসাদে পড়ার আগে যা জানা জরুরি

প্রতিদিন ১০০ টাকা বাঁচিয়ে কোটিপতি হওয়ার পদ্ধতি:
প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করলে তাহলে প্রত্যেক মাসে আপনার মোট তিন হাজার টাকার সঞ্চয় করা হবে। এরপর এই টাকা যদি আপনি কোন ভালো মিউচুয়াল ফান্ডে এমাসে তিন হাজার টাকার এসআইপিতে ইনভেস্ট করেন। তাহলে সেখানে কম করে হলেও ১৫% সুদ পেয়ে যাবেন। আর আপনি যদি ১০ শতাংশও সুদ পান।

Money Making Tips

তাহলেও ৩৫ বছর পর আপনার অর্থ মূল্য এক কোটি টাকার বেশি হয়ে গিয়ে দাঁড়াবে। আপনি যদি প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে জমা করেন। তাহলে ৩৫ বছর ধরে আপনার জমা অর্থের পরিমাণ দিয়ে দাঁড়াবে ১২.৬ লক্ষ টাকা। এরপর যদি ১০ শতাংশ সুদের হার ধরা হয় তাহলে আপনি ৩৫ বছর পর সুদ সমেত রিটার্ন পাবেন ১,১৪,৮৪,৮৩০ টাকা। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের এসআইপিতে ইনভেস্ট করেও আপনি কোটি টাকার মালিক হতে পারেন।