BSNL yearly Plan for Rs 2933 will give validity of 395 days with Unlimited Calling and 2gb Data everyday

খরচ কমাতে BSNL এ পোর্ট, আপনার এলাকায় নেটওয়ার্ক আছে তো? আগেই দেখে নিন

নিউজশর্ট ডেস্কঃ জুলাই মাস পড়তেই রীতিমত চিন্তায় পড়েছেন দেশের কোটি কোটি মানুষেরা। কেন? কারণ মোবাইল রিচার্জের দাম হুট করেই প্রায় ২৫% বেড়ে গিয়েছে। Jio, Vi, Airtel সমস্ত কোম্পানিরই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে। অথচ BSNL এর দাম একই আছে, তাই লোকে বিএসএনএল এর পোর্ট করতে চাইছেন। কিন্তু তার আগে জেনে নিতে হবে ঠিকমত সার্ভিস পাওয়া যাবে কি না।

BSNL এর নেটওয়ার্ক 

৩রা জুলাই মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার পর একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছে আমজনতা। কেউ ক্ষুদ্ধ হয়ে নাম্বার বদলে BSNL এর নতুন সিমকার্ড নিচ্ছেন তো কেউ আবার পোর্ট করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপনি যে সিম প্রোভাইডারের থেকেই পোর্ট করান না কেন আপনার এলাকায় ঠিকমত নেটওয়ার্ক থাকবে কি না সেটা আগে জেনে নিতে হবে। আজ সেই সম্পর্কেই আপনাকে জানাবো।

BSNL এ পোর্ট করার আগে যে নিয়ম মাথায় রাখতে হবে 

আপনি বর্তমানে যে কোম্পানির সিমকার্ডই ব্যবহার করুন না কেন, সকলেই কিছু নিয়ম মানতে বাধ্য। একটা নাম্বার নেওয়ার পর আগামী ৯০ দিন পর্যন্ত সেই কোম্পানি আপনি বদলাতে পারবেন না। তাই আপনার Jio, Vi বা Airtel এর সিমকার্ড যদি অন্ততপক্ষে ৯০ দিন পুরোনো হয় তবেই সেটা পোর্ট করতে পারবেন। নাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। ৩ মাস পেরোলে তবেই নেটওয়ার্ক প্রোভাইডার বদলাতে পারবেন।

BSNL Network,BSNL Network Coverage,Check BSNL Network,Port to BSNL,বিএসএনএল,বিএসএনএল নেটওয়ার্ক

আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক আছে তো?

বর্তমানে গ্রাহরা চাইলে আগে থেকেই দেখে নিতে পারেন কোন এলাকায় কোন টেলিকম অপারেটরের নেটওয়ার্ক কেমন রয়েছে। এতে সবচেয়ে বড় সুবিধা হল যে আগে থেকেই নিশ্চিত হওয়া যায় যে সিমকার্ড নিলে ঠিকমত পরিষেবা পাওয়া যাবে। এর জন্য npert এর ওয়েবসাইটে যেতে হবে। কিভাবে চেক করবেন সেটা নিচে দেওয়া হল।

আরও পড়ুনঃ ভুল UPI-তে টাকা টাকা পাঠিয়েছেন? চিন্তা নেই, এই ছোট্ট কাজ করলেই ফেরত আসবে টাকা

BSNL এর টাওয়ার চেকিংয়ের পদ্ধতিঃ 

  • প্রথমেই আপনাকে ব্রাউজারে nperf এর ওয়েবসাইট খুলে নিতে হবে।
  • সেখানে যাওয়ার পর MAP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর দেশ হিসাবে ইন্ডিয়া আর মোবাইল নেটওয়ার্ক হিসাবে যে কোম্পানি চাইছেন সেটা বেছে নিতে হবে।
  • এরপর আপনাকে নিজের শহর বেঁচে নিতে হবে। এখানে BSNL কে সিলেক্ট করে নিন।
  • ব্যাস তাহলেই আপনি কোন এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন সেটা বুঝে যেতে পারবেন।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X