Indian Railway

Indian Railways: শেষ মুহূর্তে ট্রেনের ফাঁকা আসন খুঁজছেন? ৯৯% মানুষই জানেন না এই সহজ পদ্ধতি

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Rail) আমাদের দেশের লাইফলাইন। প্রতি নিয়ত লক্ষ লক্ষ যাত্রী এই  ট্রেনে চেপেই কাছে দূরের  বিভিন্ন স্থানে সফর করে থাকেন। তাই যাত্রীদের সুবিধার জন্যই প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা আঁচে  ভারতীয় রেল। ভারতীয় রেলের এমনই একটি পরিষেবা হল ‘চার্ট ভ্যাকেন্সি’ (Chart Vacancy)। যদি কোন কারণবশত কারও  ট্রেনের টিকিট ওয়েটিংয়ে থাকে অথবা ট্রেনে খালি সিট না পাওয়ার টেনশন থাকে তাহলে এবার থেকে আর টিটিইকে খোঁজার দরকার পড়বে না।

এবার থেকে আইআরটিসির (IRTC) অ্যাপের সাহায্যেই যেকোনো রানিং ট্রেনের খালি সিট খুঁজে পেতে পারবেন। তাই হঠাৎ করেই যদি কারও সিট রিজার্ভেশন করার দরকার পরে তাহলে এই সহজ পদ্ধতিতে যাত্রীরা নিজেই খালি সিট খুঁজতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হল এই আইআরটিসি’র সাহায্যে যেকোনো চলন্ত ট্রেনে খালি সিটের খোঁজ পাওয়ার জন্য  এই অ্যাপের মধ্যে লগইন করারও দরকার পড়বে না। যদি হঠাৎ করেই কোথাও যাওয়ার প্লান করতে হয় তাহলে এই বিশেষ পদ্ধতিটি বিরাট উপকারে আসতে পারে। এই পদ্ধতিতে ট্রেন নাম্বার এবং নিজের নাম দিয়ে চেক করা যেতে পারে ট্রেনে কোন সিট খালি রয়েছে। 

 IRTC অ্যাপের মাধ্যমে যাত্রীরা এই পদ্ধতিতে নিজেই  ফাঁকা আসন খুঁজে নিতে পারবেন

মোবাইলে IRTC অ্যাপ ডাউনলোড করে হোমস্ক্রিনে থাকা ট্রেন আইকনে ক্লিক করতে হবে।

এরপর সেখান থেকে যেতে হবে ‘চার্ট ভ্যাকেন্সি’তে।

এরপর খালি আসন খুঁজে পাওয়ার জন্য সেখানেই নিজের নাম আর ট্রেনের নম্বর লিখতে হবে।

ভারতীয় রেল,Indian Rail,চার্ট ভ্যাকেন্সি,Chart Vacancy,আইআরটিসি,IRTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন অর্থাৎ বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে।

এরপরেই  স্ক্রিনের সামনে ভেসে উঠবে ট্রেনের খালি আসন সম্পর্কিত তথ্য।

আরও পড়ুন: বাথরুমও পরিষ্কার করেছি! Didi No 1-র মঞ্চে আবেগপ্রবণ ‘ইচ্ছে পুতুল’-র জিষ্ণু

 IRTC ওয়েবসাইট থেকে কিভাবে খালি আসন খুঁজে পাওয়া যায়?

প্রথমে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে  IRTC-র অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে,

এরপর হোমপেজে টিকিট বুক করার অপশনের পাশে যে চার্ট খালি অপশনটি  দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে।

ভারতীয় রেল,Indian Rail,চার্ট ভ্যাকেন্সি,Chart Vacancy,আইআরটিসি,IRTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেখান থেকেই খুলে যাবে রিজার্ভেশন চার্ট।

এখানেই প্রয়োজনীয় সমস্ত তথ্য আপডেট করার পরেই আসবে Get Train Chart অপশন।

এরপরেই ট্রেনের খালি আসন সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Avatar

anita

X