Old Coins

anita

Old Coins: লাখপতি হতে গিয়ে পুরোনো নোট বিক্রি করছেন! ভারতে পুরোনো মুদ্রা বিক্রি করা কি বেআইনি?

নিউজ শর্ট ডেস্ক: ভারতে পুরোনো মুদ্রা বা নোট (Old Coin or Note) বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা যায় করা যায়। একথা কমবেশি সকলেই শুনেছেন নিশ্চই। কিন্তু জানলে অবাক হবেন বাস্তবে কিছু কিছু পুরনো মুদ্রা লাখ টাকারও বেশি দামে  বিক্রি করা যায়। অনেক সময় বাড়িতেই এমন  কিছু মুদ্রা থেকে থাকে। কিন্তূ অনেকেই হয়তো সঠিক তথ্য জানেন না। আসুন এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিত জানা যাক।

   

পুরোনো নোট বা কয়েনের দাম এত বেশি কেন?

পুরোনো নোট বা কয়েন লাখ লাখ টাকায় বিক্রি হয়, একথা শুনেছেন সবাই। কিন্তু কখনও ভেবে দেখেছেন পুরাতন মুদ্রার দাম এত বেশি হয় কেন? আসলে পুরোনো মুদ্রার মূল্য নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। আসুন জানা যাক বিস্তারিত।

বিরলতা: পুরোনো মুদ্রা যত বেশি দুর্লভ হবে, দামও  তত বেশি হবে।

ঐতিহাসিক গুরুত্ব: ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত মুদ্রার মূল্য-ও অনেক বেশি হয়।

অবস্থা: ভালো অবস্থায় থাকা মুদ্রার দামও অনেক বেশি হয়।

চাহিদা: এছাড়া যে মুদ্রার চাহিদা যত বেশি হয় সেই মুদ্রার মূল্য তত বেশি হয়।

Indian Coin,ভারতীয় মুদ্রা,Old Note,পুরোনো টাকা,Old Coin,পুরোনো কয়েন,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পুরোনো মুদ্রা কিভাবে বিক্রি করা যায়?

অনেকের বাড়িতেই বছরের পর বছর ধরে পুরোনো মুদ্রা পরেই থাকে। আবার অনেকেই পুরোনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন। কিন্তূ এগুলো বিক্রি করা হয় কিভাবে তা জানেন না অনেকেই। আসলে এই সমস্ত পুরোনো কয়েনের অনেক ডিলার থাকে। তাদের কাছেই সরাসরি এইসব পুরোনো কয়েন বিক্রি করা যায়।

আরও পড়ুন: চাকরি ছেড়ে বুড়ো বয়সেও প্রতি মাসে আয় হবে ২০,০০০ টাকা! স্কিম জানলে লুফে নেবেন

তবে কারও নিজস্ব এলাকায় কোনো ডিলার না থাকলেও কোনো সমস্যা নেই। এখন অনলাইনের মাধ্যমেও পুরাতন মুদ্রা বিক্রি করা যেতে পারে। এমনই বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম হল- eBay, CoinBazaar, OLX ইত্যাদি। এখানে খুব সহজেই অনলাইনে পুরোনো নোট বা কয়েন বিক্রি করা যাবে।

এর জন্য প্রথমে ওই প্লাটফর্ম গুলিতে গিয়ে একটি সেলার অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর পুরাতন নোট বা কয়েন, যেগুলি রয়েছে সেগুলোর ছবি তুলে এবং তার সম্বন্ধে বিস্তারিত লিখে তা বিক্রির জন্য লিস্ট করতে হবে।

Indian Coin,ভারতীয় মুদ্রা,Old Note,পুরোনো টাকা,Old Coin,পুরোনো কয়েন,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভারতে পুরোনো মুদ্রা বিক্রি করা কি বেআইনি?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর নির্দেশিকা বলছে ,যে সমস্ত মুদ্রা বাজারে চালু রয়েছে অর্থাৎ বর্তমানে লেনদেনের জন্য  ব্যবহার করা হয় তা বিক্রি করা বেআইনি। তবে যে সমস্ত পুরোনো মুদ্রা, আর ব্যবহার করা হয় না, তা বিক্রি করা আইন সম্মত। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, পুরোনো মুদ্রা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হতে পারে।

তাই ভারতে পুরোনো মুদ্রা বিক্রি করা আইনি হলেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। এখানে বলে রাখি পুরোনো মুদ্রার বাজার সম্পর্কে ভালো করে জেনে বুঝে লেনদেন করলেই  ঝুঁকি অনেক কমে যায়।