Income Tips: বাড়িতে শুরু করুন এই ফুলের চাষ, পাবেন অনেক উপকার, সঙ্গে পকেটে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা

নিউজশর্ট ডেস্কঃ অনেকেই নিজের বাড়িতে নানারকমের গাছ লাগিয়ে থাকেন। ফুল,ফল, শাকসবজির পাশাপাশি অনেকেই উপকারী গাছও লাগিয়ে থাকেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার বাড়িতেও কিছু উপকারী উদ্ভিদ লাগাতে পারেন। আজকালের এই প্রতিবেদনে একটা ভেষজ গাছের সম্পর্কে জানাবো।

এই ভেষজ গাছটির নাম হল সিন্দুর উদ্ভিদ অর্থাৎ বিক্সা ওরেলানা। মধ্য আমেরিকার বনাঞ্চলের বাসিন্দাদের কাছে এই গাছটি Achiote নামেও পরিচিত। তবে ভারতে এই গাছটির নাম সিন্দুরি এবং কপিলা। আপনারা জানলে অবাক হবেন। অনেকগুলি অনন্য জিনিস তৈরী করার জন্য ব্যবহৃত হয় এটি। যার মধ্যে লিপস্টিক এবং সিঁদুর হল অন্যতম। তাই ভারতের কিছু রাজ্যে সিঁদুর গাছটিকে লিপস্টিক ট্রি-ও বলা হয়ে থাকে।

এছাড়া চুলের রং, নেইলপলিশ, সাবান, লাল কালি ও রং তৈরিতেও এই সিন্দুর গাছ ব্যবহার করা হয়। পাশাপাশি এই গাছের ফল থেকে তৈরি তেলকে চিজ, মাখন, এবং বিভিন্ন ধরনের সস তৈরিতে কাজে লাগানো হয়।

আরও পড়ুন: Digha: উইকেন্ডে দীঘা ট্রিপ ক্যানসেল! মিলবে না কোনো হোটেল, পুরো ফাঁকা বাঙালীর প্রিয় সমুদ্র সৈকত

কীভাবে বাড়িতে এই গাছটি লাগাবেন :

বাড়িতে সিঁদুর গাছ লাগানো খুব সহজ। এক্ষেত্রে সবার প্রথমে বীজ অথবা চারা জোগাড় করে নিন। এরপর সার, পাত্র, মাটি এবং জলের ব্যবস্থা করে রাখুন। তারপর ভালো করে মাটি তৈরি করে তা টবে রেখে পুরো একদিনের জন্য রোদে রেখে দিন। এরপরে দুই মগ কম্পোস্ট মাটিতে দিয়ে হাত বা যে কোনো যন্ত্রের সাহায্যে মিশিয়ে এরমধ্যে বীজ অথবা চারা বপন করে জল দিন। দুয়েকদিনের মধ্যেই দেখবেন বীজ অঙ্কুরিত হচ্ছে। এর পাশাপাশি চারা রোপণ করা হলে এটি কয়েক সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাবে।

এক্ষেত্রে মনে রাখবেন সিঁদুর গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে মাটি যেন উর্বর এবং কম্পোস্টে প্রচুর পুষ্টি থাকে। আপনি চাইলে জৈব সারও ব্যবহার করতে পারেন, আবার গরু-মহিষের গোবরও সার হিসেবে মাটির সঙ্গে পাত্রে রাখতে পারেন। এই গাছে জলের প্রয়োজন। আছে। সিঁদুর গাছে শুরুতে ২ থেকে ৩ দিন পরপর জল দিতে হবে। এরপর যখন গাছটি একটু বড় হতে শুরু করবে তখন প্রতিদিন জল দিতে হবে। একই সময়ে, যখন সিঁদুর গাছটি ৪ ইঞ্চির বেশি বৃদ্ধি পাবে, তখন আপনি সপ্তাহে ২ বার জল দিতে পারেন।

এর পাশাপাশি সিন্দুর গাছে ফল ধরতে শুরু করলে কীটনাশক স্প্রে করতে হবে। এর কারণ যাতে ফলের মধ্যে পোকা না লাগে। আপনি চাইলে বাড়িতে থাকা বেকিং সোডা, লেবুর রস বা ভিনেগারও ব্যবহার করতে পারেন, যা গাছের কোনো ক্ষতি করবে না। সিঁদুর গাছ সাধারণত ৬ থেকে ৮ মাসের মধ্যে ফল দেওয়া শুরু করে, যা সম্পূর্ণ লাল হতে এবং পাকতে ১০ থেকে ১২ মাস সময় নেয়। এই গাছের চাষ করলে মোটা টাকাও ইনকাম হবে।

Avatar

Papiya Paul

X