Papiya Paul

AC: বাড়ির AC ঠান্ডা হাওয়া দিচ্ছে না? ঠিক এইভাবে যত্ন না করলে অল্প দিনেই নষ্ট হবে সাধের এসি

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে তাপমাত্রা ততই বেড়ে চলেছে। এই বছরে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। আর এই গরমে নাজেহাল অবস্থা হচ্ছে রাজ্যবাসীর। সকাল দশটার পর থেকেই বাইরে বেরোনো কার্যত দুঃষ্কর হয়ে পড়ছে।

   

কিন্তু এই উত্তপ্ত গরমেও বহু মানুষ বাইরে কাজ করছেন। তবে এই গরমের হাত থেকে বাঁচার জন্য এখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি(AC) লাগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই এসি থেকে ভালো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না। আর যার ফলে ঘর সেভাবে ঠান্ডা হচ্ছে না।

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রয়ে গেছে। তাই আপনার বাড়িতে যদি এসি থাকে। তাহলে শুধুমাত্র এসি চালালেই হবে না। এই এসির যত্ন নিতে হবে। তা না হলে খারাপ হয়ে যেতে পারে। এমনকি ঠান্ডা হাওয়া না-ও বেরোতে পারে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। কিভাবে এসির যত্ন নিতে হবে।

আরও পড়ুন: AC: ইলেকট্রিক বিলের ভয়ে এসি চালাচ্ছেন না? রোজ ৮ ঘন্টা এসি চালালে কত বিল আসবে? হিসেব দেখুন

নির্দিষ্ট সময় অন্তর এসির কয়েল পরিষ্কার করতে হবে। কয়েলগুলোতে নোংরা জমে থাকলে যদি ঠিকমতো পরিষ্কার না করা হয়। তাহলে এসি ঠিকমতো কাজ করবে না। এর পাশাপাশি এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। তা নাহলে এসি দিয়ে ঠান্ডা হাওয়া বের হবে না। এছাড়াও এসির আউটডোর পরিষ্কার হতে হবে। আউটডোর ইউনিটটি যদি নোংরা থাকে। তাহলে এসি ঠিকমত কাজ করবে না।

এর পাশাপাশি এসির সমস্ত তার গুলো ঠিকভাবে পরীক্ষা করতে হবে। নাহলে যে কোন সময় শর্ট সার্কিট থেকে ভয়ংকর বিপদ ঘটতে পারে। আর যেই কোম্পানির এসি ব্যবহার করছেন সেই সংস্থা থেকেও নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করালে আপনার এসি দীর্ঘদিন চলবে এবং ঠান্ডা হাওয়া বের হবে।