নিউজশর্ট ডেস্কঃ যে কোন মানুষই তার বাড়ির ছাদ বাগানে(Gardening Tips) জবা ফুলের গাছ লাগিয়ে থাকেন। সাধারণত এই গাছে কম যত্নের প্রয়োজন হয়। এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। কিন্তু তবুও সবথেকে ভয় থাকে পিঁপড়ে ও সাদা পোকার। আর এই পোকার উপদ্রবে গাছের ফুল ফোটা এবং বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
এই গাছে নানা রঙের ফুল ফোটে। আর এই ফুল পূজোতেও ব্যবহার করা হয়। জবা গাছের ‘বাস্তু’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর মানুষ এই গাছের ভালোভাবে পরিচর্যা করে থাকেন। কিন্তু তবুও এক প্রকার পোকা ও পিঁপড়ের জন্য এই গাছের বৃদ্ধি নষ্ট করে এবং ফুল ফুটতে পারে না। আপনার বাড়ির ছাদ বাগানের জবা গাছেও যদি একই সমস্যা হয়।
তাহলে আজকে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তার কিছু উপায় আপনাদেরকে জানাবো। জবা ফুলের গাছ থেকে সাদা পোকা এবং পিঁপড়ের উৎপাত তাড়ানোর জন্য এই ঘরোয়া তরল সাবান ব্যবহার করতে পারেন। এই ঘরোয়া টোটকা তৈরী করতে প্রয়োজন নিম তেল, তরল সাবান, বেকিং সোডা। এটি তৈরি করতে গেলে প্রথমে একটি মগে দুই চা চামচ নিমের তেল, দুই চা চামচ তরল সাবান এবং দু’চা চামচ বেকিং সোডা মেশাতে হবে।
এরপর এর সঙ্গে এক কাপ জল যোগ করে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। সন্ধ্যেবেলায় জবা গাছের শাখাগুলোতে এই তরল স্প্রেটি ভালোভাবে স্প্রে করে দিতে হবে। সপ্তাহে অন্তত দুইবার এই তরল সাবান স্প্রে করতে হবে। এর ফলে সাদা পোকা এবং পিঁপড়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
এছাড়া আপনারা চাইলে ডেটল হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন। এটিও একটি খুব সহজ পদ্ধতি জন্য। এক লিটার জলে ৫ থেকে ছয় চামচ ডেটল হ্যান্ড ওয়াশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে সেই মেশানো দ্রবণটি জবা গাছের শাখাগুলোতে ভালোভাবে স্প্রে করতে হবে।