Papiya Paul

কেমন সম্পর্ক ছিল অমিতাভ- মিঠুনের? এই ঘটনা জানলে আপনিও অবাক হয়ে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের (Tollywood) থেকে বলিউডে (Bollywood) সর্বত্রই বেশ জনপ্রিয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতে অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মহাগুরুকে। ১৯৭৯ সালে শুরু হয় তাঁর বলিউড সফর। রাজশ্রী প্রোডাকশনের ‘তারনা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি।

   

স্কুলেতে শুরু, হাফপ্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরুর জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে এক কঠিন সফর। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার কেরিয়ারের শুরুটা মোটেই ভালো ছিল না। একটা সময় কলা কুশলীদের সাথেই টেম্পোতে করে যাতায়াত করতে হতো তাঁকে। সেই সময়ে এই ঘটনা প্রত্যক্ষগোচর হতেই পা থমকে গিয়েছিল বলিউড জগতের সুপারস্টার বিগ বি-র। ছিল না গাড়ি যার কারণে একসময় নিজের গাড়িতে করেই মিঠুন চক্রবর্তীকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার অতীত কথা জানালেন মিঠুন পুত্র। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, প্রথমদিকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনরকম সুবিধা পেতেন না তার বাবা। একজন নবাগত হিসাবেই তাকে দেখতেন প্রযোজনা সংস্থারা। তিনি আরও জানিয়েছেন, তার বাবা যখন রাজশ্রী প্রোডাকশনের ‘তারনা’ ছবিতে অভিনেত্রী রঞ্জিতা কৌরের সঙ্গে অভিনয় করছিলেন সেই সময় অভিনেত্রীকে একটি গাড়ি এবং ভ্যানিটি ভ্যান দেওয়া হলেও তার বাবাকে কিছুই দেওয়া হয়নি।

আরও পড়ুন:  TRP-র অভাবে ঝাঁপ বন্ধ কুশ-পাখির! শেষ সম্প্রচারের তারিখ জানাতেই মন খারাপ ‘রাঙা বউ’ শ্রুতির

নমশি জানান, তারানা ছবির শুটিং চলছিল শিমলায়। সেই সময় হিমাচল প্রদেশেই ছিলেন অমিতাভ বচ্চন। চলছিল ‘মিস্টার নটরওয়ারলাল’ ছবির শুটিং। হঠাৎ একদিন তিনি দেখেন টেম্পোতে বসে যাচ্ছেন মিঠুন। ঘটনা নজরে আসতেই অভিনেতাকে টেম্পো থেকে নামিয়ে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন তিনি। জিজ্ঞাসা করেছিলেন, মৃগয়া ছবিতে দেখেছি সেই অভিনেতা মিঠুন আপনি না ? প্রশ্নের উত্তরে তার বাবা অমিতাভ বচ্চন কে জানিয়েছিল, হ্যাঁ, বচ্চন সাব। এই ঘটনার পরেই বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেছিলেন নিজের গাড়িতে কোন সমস্যা রয়েছে কিনা। তাতেই মিঠুন উত্তর দিয়েছিল তার কোন গাড়ি নেই। যা শুনে রীতিমতো চমকে উঠেছিলেন বিগ-বি।

মিঠুনের ছোট ছেলের আরও সংযোজন, এই ঘটনার পরে বন্ধুত্ব শুরু হয় মিঠুন-অমিতাভের। আজ সেই বন্ধুত্বের প্রায় ৪৫ টা বছর অতিক্রম হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে নেই কোন বিবাদ। এখনও একে অপরের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন এই দুই তারকা।