Lifestyle

Papiya Paul

মাত্র ১৫ দিনেই টবে ফুটবে গোছা গোছা ফুল, শুধু দিতে হবে সস্তার এই ম্যাজিক জল

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ আছেন যারা ফুল(Flower) ভীষণ পছন্দ করেন। আর তাই বাড়ির বাগানে হোক কিংবা ছাদে ফুল গাছ লাগান। এই ফুল গাছ লাগিয়ে রেখে দিলেই হয় না। এর জন্য প্রয়োজন হয় সঠিক পরিচর্যার। এই কাজ কিন্তু কম খাটুনির নয়। সঠিকভাবে পরিচর্যা(Lifestyle) করতে না পারলে গাছ বাঁচানো সম্ভব হয় না।

   

অনেকে যেমন নিজের বাগানে বা বাড়ির ছাদে বিস্তর এলাকা জুড়ে বাগান করে থাকে। কেউ আবার অল্প একটু জায়গায় ব্যালকনিতেও ফুলের টব লাগিয়ে ছোট ছোট গাছ দিয়ে নিজের সাধের বাগান বানান। তবে সবকিছুতেই দরকার হয় সঠিক পরিচর্যার। প্রত্যেক ঋতুতে আবার এই ফুলের ধরন বদলে যায়। গ্রীষ্মকালে যে সমস্ত ফুলগুলো ফোটে, শীতকালে আবার সেই ফুলগুলো থাকে না. তখন আবার নতুন করে অন্য ফুলের চাষ করতে হয়।

অনেকে আবার শীতকালে গাছে ঠিকভাবে ফুল ফোটে না বলে আক্ষেপ প্রকাশ করে থাকেন। এ সময় অনেকে রাসায়নিক দিয়ে নিজের গাছে ফুল ফোটাতে চান কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ফুল ফোটে না। আপনি রাসায়নিকের বদলে প্রাকৃতিকভাবেই নিজের গাছে ফুল ফোটান, শুধুমাত্র কয়েকটি জিনিস দিয়ে তৈরি করুন এক ধরনের ম্যাজিক জল। আজকের এই প্রতিবেদনে এই নতুন ম্যাজিক জল সম্পর্কে আপনাদেরকে জানাবো।

আরও পড়ুন: একটি আলুতেই বিরাট ম্যাজিক, মাত্র এক মাসেই টব ভরবে রংবেরংয়ের গোলাপে

বাড়িতে যদি আপনি সার তৈরি করেন তাহলে আপনার খরচটা অনেকটা কমে যাবে। এর জন্য প্রয়োজন কয়েক টুকরো আলু, কলা, অল্প ভিনিগার এবং নুন। প্রথমে আপনাকে একটি পাত্রে আলু কেটে রাখতে হবে। তারপর আস্ত কলা, এক চামচ ভিনেগার, এক চা চামচ নুন দিতে হবে। এরপরে ৫০০ মিলিলিটার জল দিতে হবে। এবার এই পাত্রটিকে ২-৩ দিন ছায়ায় রেখে দিতে হবে।

পরে ওই পাত্রে আরো ৫০০ মিলিলিটার জল দিতে হবে। এই জল সপ্তাহে একবার গাছের গোড়ায় দিয়ে দিন। দেখবেন কিভাবে ফুলে ভরে উঠবে গাছ। এরফলে গাছের পোকামাকড় দূর হবে। এতে গাছ আরো তাড়াতাড়ি বাড়বে। আপনি চাইলে ফুলগাছ রোপনের আগেও এই সার তৈরি করে রাখতে পারেন। সেই সময় মাটির মধ্যে কাটা আলু এবং কাঁটা কলা দিয়ে দিন। তারপর গাছ রোপণ করুন। দেখবেন কত সুন্দর ফুল গাছ হবে আপনার গাছের টবে।