বলিউড সুপারস্টারদের বডি দেখে রাতের ঘুম উড়ে যায় অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এই অভিনেতারা। মাঝে মধ্যেই তাদের শার্টলেস ছবি দেখে পাগল হন মহিলা ভক্তরা। এই অভিনেতাদের হট এন্ড হ্যান্ডসাম লুক নজর কাড়ে সকলেরই। হৃত্বিক রোশন থেকে শুরু করে জন আব্রাহম, বলিউডের এমন কয়েকজন সেলিব্রিটি আছেন যাদের শার্টলেস ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে।
দেখে নেওয়া যাক, কারা আছেন এই তালিকায়-
১) হৃত্বিক রোশন(Hrithik Roshan)- বলিউডের মোস্ট হ্যান্ডসাম পুরুষ বলতেই হৃত্বিক রোশনের কথা সবার আগে মাথায় আসে। তাঁর এই হট লুকের ভক্ত শুধু মহিলারাই নন, অসংখ্য পুরুষ ভক্তও তাঁর অ্যাবস দেখে পাগল। মাঝেমধ্যেই নিজের শার্টলেস ছবি শেয়ার করেন অভিনেতা। যা ভাইরাল হতে সময় লাগে না।
২) জন আব্রাহাম(John Abraham)- বলিউডে প্রবেশের পর থেকেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই অভিনেতা। শুরু থেকেই নিজের অ্যাবস দেখিয়ে অনুরাগীদের ঘুম উড়ে কেড়ে নিয়েছেন তিনি। নিজের সেক্সি ইমেজ ধরে রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাবস দেখিয়ে ছবি শেয়ার করতে ভোলেন না এই বলিউড ষ্টার।
৩) সলমন খান(Salman Khan)- নিজের শার্টলেস ছবি দেখানোর জন্য সবসময় এগিয়ে আছেন সালমান খান। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজের পোশাক খুলে যদি দেখাতে ওস্তাদ ভাইজান। ৫০-র উপর বয়স পেরিয়ে গেলেও তার চেহারাতে বিন্দুমাত্র ছাপ পড়েনি। একের পর এক সুপারহট ছবি পোস্ট করেন অভিনেতা, যা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই।
৪) শাহরুখ খান(Shahrukh Khan)- যেই সিনেমার জন্য যেমন লুক দরকার, সেরকম লুকেই বাজিমাত করেন বলিউডের বাদশা। যদিও প্রথমদিকে শার্টলেস ছবি দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু এখন মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন সিনেমার জন্য অ্যাবস তৈরী করেন শাহরুখ। আর সেই ছবি পোস্ট করে প্রশংসাও পান তিনি।
৫) টাইগার শ্রফ(Tiger Shroff)- নাচের পাশাপাশি তাঁর বডির প্রেমে পাগল অসংখ্য অনুগামীরা। তার হ্যান্ডসাম লুক মহিলা ফ্যানেদের কাছে ভীষণ জনপ্রিয়। স্টানিং পারফেক্ট লুক দিয়ে ভক্তদের ঘায়েল করতে ওস্তাদ টাইগার। আর নিজের ফ্যান ফলোইং বাড়ানোর জন্য নিজের হট ছবি দিতেও ভোলেন না জ্যাকি পুত্র।
৬) রণবীর সিং(Ranbir Singh)- যতদিন যাচ্ছে ততই নিজেকে পারফেক্ট করে তুলছেন এই অভিনেতা। কখনো জিম লুকে, কখনো আবার স্টানিং ফিগারে ছবি পোস্ট করেন রণবীর। যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য সবরকম কসরত করেন দীপিকার স্বামী। আর ফ্যান ফলোইং যে বেড়েই চলেছে তা আর বলতে বাকি রাখে না।