Arijit

আইসিসি ঘোষণা করল ২০২১ সালের বর্ষসেরা টি-২০ দল, নেই কোন ভারতীয়

সারা বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে 2021 সালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশিত করল আইসিসি। তবে সবচেয়ে অবাক করা বিষয় এটাই যে আইসিসির পছন্দের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হল না কোন ভারতীয় ক্রিকেটারের। বিরাট কোহলি তো বটেই এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করা রোহিত শর্মা, কে এল রাহুল, যাশস্প্রীত বুনরাহদেরও জায়গা হল না এই দলে।

   

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এছাড়াও পাকিস্তান থেকে জায়গা করে নিয়েছে মহম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রীদি।

এছাড়াও এই টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার। তারা হলেন এডেন মার্করম, ডেভিড মিলার এবং তাবরেজ সামসি। এছাড়াও এই দলে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার জশ হেজেলউড এবং মিচেল মার্শ। শ্রীলংকা থেকে জায়গা পেয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ। বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড থেকে জায়গা করে নিয়েছেন উইকেট রক্ষক জস বাটলার।

এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির পছন্দের 2021 সালের সেরা টি-টোয়েন্টি একাদশ:-
বাবর আজম, মহম্মদ রিজওয়ান, জস বাটলার, এডেন মার্করম, ডেভিড মিলার, মিচেল মার্শ, জশ হেজেলউড, ওয়ানিন্দু হাসরঙ্গ, মুস্তাফিজুর রহমান, শাহীন আফ্রীদি, তাবরেজ সামসি।