Investment

Investment: ৩ লক্ষ টাকা বিনিয়োগে কোথায় সুবিধা বেশি? Post Office নাকি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট?

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় ডাক বিভাগের একটি অন্যতম বিনিয়োগ(Investment) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে নির্দিষ্ট মাসিক আয়ের আকারে প্রত্যেক বছর গ্রাহকেরা ৬.৬০ শতাংশ হারে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাবেন। এই সুদের হারের সঙ্গে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হারের পার্থক্য খুব একটা থাকে না।

তাই কারোর কাছে যদি ৩ লক্ষ টাকা থাকে এবং সেটি ৫ বছরের জন্য যদি বিনিয়োগ করতে চান। তাহলে কোথায় সব থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে? পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের রিটার্ন বেশি মিলবে নাকি ব্যাংকের ফিক্স ডিপোজিট স্কিমে? আজকের এই প্রতিবেদনে এই তথ্য সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো যাক।

ধরুন, যদি কোন ব্যক্তি ‘পোস্ট অফিস মান্থলি ইনকাম’ স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে থাকেন। তাহলে প্রতি বছর ৬.৬০ শতাংশ হারে মাসিক সুদের হার হবে ১৬৫০ টাকা। এখানে পাঁচ বছরে আপনার সুদের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৯৯,০০০ টাকা। অর্থাৎ এই স্কিমে আপনি রিটার্ন পাবেন ৪ লক্ষ টাকার কাছাকাছি। আর যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ওপর বর্তমান সুদের হারের দিকে নজর রাখেন।

investment

আরও পড়ুন: Investment: দৈনিক ১৫০ টাকা জমালে রিটার্ন মিলবে ২৩ লাখ টাকা! এই স্কিমের সুবিধা জানলে লুফে নেবেন

তাহলে দেশের সবথেকে জনপ্রিয় ব্যাংকগুলোর ৫ বছরের সুদের হার সম্পর্কে আপনাদেরকে জানানো হলো।

HDFC Bank ৭.০০%, Axis Bank ৭.০০%, ICICI Bank ৬.৯০%,SBM Bank ৭.৭৫%,Deutsche Bank ৭.৫০%,Yes Bank ৭.২৫%

RBL Bank ৭.১০%, Canara Bank ৬.৭০%, DBS Bank ৬.৫০%, IDFC First Bank ৭.০০%, IndusInd Bank ৭.২৫%, Indian Overseas Bank ৬.৫০%

Punjab National Bank ৬.৫০%, Federal Bank ৬.৬০%, State Bank of India ৭.৫০%,IDBI Bank ৬.২৫%, Indian Bank ৬.২৫%, Jammu & Kashmir Bank ৬.৫০%

Investment

Kotak Mahindra Bank ৬.২০%,Bank of Baroda ৬.৫০%, UCO Bank ৬.১০%,Dhanlaxmi Bank ৬.৬০%, Punjab & Sind Bank ৬.০০%

South Indian Bank ৬.০০%, Bank of Maharashtra ৬.০০%, Central Bank of India ৬.২৫%, Nainital Bank ৫.৭৫%, Karnataka Bank ৬.৫০%, Bandhan Bank ৫.৮৫%, HSBC Bank ৬.০০% .

Papiya Paul

X