Bollywood

Moumita

জায়গা নেই শাহরুখ-সালমানের, IIFA’র মঞ্চে যারা পেলেন পুরস্কার, বিরাট সম্মান বাংলার

নানা জল্পনার পর অবশেষে সম্পন্ন হল আইফা ২০২৩’র (IIFA 2023) বর্ণাঢ্য অনুষ্কা। সদ্যই আবু ধাবির বুকে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান (Salman Khan) থেকে শুরু করে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং জ্যাকলিন ফার্নান্ডেজ, অভিষেক বচ্চন সহ একাধিক বলিউড তারকা। সবে মিলিয়ে রীতিমতো চাঁদের হাট বসেছিল এইদিন।

   

নাচে গানে মজায় দিনটা বেশ ভালোই কাটালেন তারা। হাসি মজার পাশাপাশি দিনটা ছিল পুরস্কার জেতারও লড়াই। এইদিন কার কার হাতে উঠল পুরস্কার? নিউজশর্টের পাতায় তুলে ধরা হল বিজয়ীদের (IIFA 2023 Winners) নাম। জানিয়ে রাখি এই তালিকায় এক বঙ্গ তনয়ার নামও রয়েছে। চলুন দেখে নিই গোটা তালিকা।

IIFA 2023-এ সেরা অভিনেতার পুরস্কার উঠল গ্রিক গড হৃত্বিক রোশনের হাতে। বিক্রম বেধার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আলিয়া ভাট, সৌজন্যে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। তবে সবচেয়ে বেশি পুরষ্কার ছিনিয়ে নিয়ে গেছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। দ্বিতীয় স্থানে রয়েছে আলিয়ারই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’।

বাঙালি কন্যা মৌনী রায়ের হাতেও উঠে এসেছে আইফা পুরষ্কার। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। এদিকে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার নিয়েছেন অনিল কাপুর। এদিকে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে মাধবনের (রকেট্রি দ্য নাম্বী এফেক্ট) ঝুলিতে। এদিকে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইরফান খানের পুত্র বাবিল খান (কালা) এবং শান্তনু মাহেশ্বরী (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)।

পাশাপাশি সেরা নবাগতা অভিনেত্রী হয়েছেন খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)। সেরা প্লেব্যাক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দুই বাঙালি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। এদিকে সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা গীতিকার বিভাগে পুরস্কার এসেছে বাঙলার ঘরেই। পুরস্কার জিতেছেন প্রীতম এবং অমিতাভ ভট্টাচার্য। সেরা ছবির পুরস্কার জিতেছেন অজয় দেবগণের ‘দৃশ্যম ২’।

এছাড়া খ্যাতনামা কমল হাসানকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ণাঢ্য আইফা ২০২৩ -র সঞ্চালক ছিলেন ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। ক্যাটরিনার বেটার হাফ রীতিমতো মাতিয়ে রেখেছিল মঞ্চ। ওদিকে বোনাস হিসেবে ছিল সলমন, জ্যাকলিন, নোরার দুর্ধর্ষ পারফরম্যান্স।