Arijit

এই ৩টি কারণেই হারলো ভারত, দেখুন ভারতের আসল সমস্যা গুলি

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হার। বিশ্বকাপের শুরুতেই পরপর দুটি ম্যাচে হেরে ভারতের বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল। ভারতের এই হারের পর উঠে আসছে বেশ কিছু কারণ। আসুন সেগুলি দেখে নেওয়া যাক:-

   

১) টস হার:- এবারের বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল টস। বেশির ভাগ ম্যাচে টস যে দল জিতছে তারাই ম্যাচ জিতছে। আর বিরাট বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই টসে হেরেছে।

২) জঘন্য ব্যাটিং:- এই ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই জঘন্য ব্যাটিং করেছে। যার কারণে হারতে হয়েছে ভারতকে। নিউজিল্যান্ডের বোলাররা খুব বেশি ভালো বল না করলেও ভারতের প্রত্যেক ব্যাটসম্যান অত্যন্ত খারাপ শট নির্বাচন করে আউট হয়েছে।

৩) ভারতের পুরো ইনিংসে মাত্র দুটি চার এবং আটটি ছয় হয়েছে। যা টি-২০ ক্রিকেট এর সঙ্গে কখনই সামঞ্জস্য হয় না। যার ফলে ভারত বড় রান করতে ব্যর্থ হয়েছে। এটা ভারতের হারের অন্যতম প্রধান কারণ।