এই ৩টি কারণের জন্যই ইংল্যান্ডের কাছে হারতে হল ভারতকে

এজবাস্টনে তিন দিন দুর্দান্ত পারফরমেন্স করেও চতুর্থ ও পঞ্চম দিনে খারাপ খেলে টেস্ট ম্যাচ হারতে হয়েছে ভারতকে। আর ভারতের হারার পিছনে উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ:-

১) প্রথম ইনিংসে ৪১৬ রান করলেও ভারতীয় ব্যাটিং ব্যর্থ। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা বড় রান করলেও আর কোন ভারতীয় ব্যাটসম্যান এই ম্যাচে বড় রান পেলেন না। যা ভারতীয় দলের হারের প্রধান কারণ হিসেবে উঠে আসছে।

২) টেস্ট ম্যাচ জিততে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রীতিপক্ষের ২০ টি উইকেট তুলে নেওয়া। বিপক্ষের ২০টি উইকেট নেওয়ার মতো বোলার ভারতের ছিল না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ কিছুটা সফল হলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বিশেষ করে শার্দুল ঠাকুর ব্যর্থ।

৩) পুরো ম্যাচ জুড়ে খুবই খারাপ ফিল্ডিং করে ভারতীয় দল। পুরো ম্যাচে ৫ থেকে ৬টি ক্যাচ মিস করে ভারতীয় ফিল্ডাররা। আর এত গুলি ক্যাচ মিস করলে কোন টেস্ট ম্যাচই জেতা সম্ভব নয়।

Avatar

Koushik Dutta

X