Arijit

ফের কবে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, জানা গেল দিনক্ষণ

বিশ্ব ক্রিকেটের সবথেকে হাইভল্টেজ ম্যাচ হল ভারত ও পাকিস্তান ম্যাচ। ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই তার একটা আলাদা উন্মাদনা দেখা যায়। আগে যখন ধারাবাহিক ভাবে ভারত ও পাকিস্তান ম্যাচ হত তখন ক্রিকেট বিশ্বে সেই ম্যাচ ঘিরে আলাদা উন্মাদনা দেখা যেত। কিন্তু বর্তমানে প্রায় এক দশক হয়ে গেল ভারত ও পাকিস্তান কোন দ্বিপক্ষীক ম্যাচ হয় না। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এতটাই খারাপ যে কোন দেশই দ্বিপক্ষীক সিরিজ খেলতে রাজি হয় না। ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় শুধুমাত্র আইসিসির কোন প্রতিযোগিতায়।

   

বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত- পাকিস্তান। তবে তার আগে আগস্ট মাসের শেষেই এশিয়া কাপেও মুখোমুখি হবে দুই দেশ। যদি কোন বড় পরিবর্তন না হয় তাহলে আগস্ট মাসের শেষে শ্রীলংকার মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে এবারের এশিয়া কাপ।

জানা গিয়েছে, এবারের এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান দু’দেশই এক গ্রুপে পড়েছে। ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূলপর্বের খেলা। তার পর দিন, অর্থাৎ ২৮ অগস্ট মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। যদিও এখনও সরকারি ভাবে সূচি ঘোষিত হয় নি, তবে ওই দিনেই দুই দেশের খেলার সম্ভাবনা রয়েছে।