Papiya Paul

‘পুরো কাশ্মীর একদিন কব্জা করব’, নয়া মিশন এনে হুঙ্কার দিলেন বায়ুসেনা প্রধান

১৯৪৭ সালের ২৭ মে পাকবাহিনীর মোকাবিলা করতে প্রথম জম্মু এবং কাশ্মীর বিমানবন্দরে পৌঁছে ছিল ভারতীয় সেনা। আজ ৭৫ বছর হয়ে গিয়েছে সেই ঘটনার। ৭৫ বছর পদার্পণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এয়ার মার্শাল অমিত দেব বলেন, “ভারতীয় সেনা এবং বায়ু সেনার সেদিনের ওই পদক্ষেপের জন্য কাশ্মীরের কিছু অংশ মুক্তি পেয়েছিল। আমি নিশ্চিত, একদিন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যুক্ত হতে পারবেন কাশ্মীরের সঙ্গে”।

   

ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চল কমান্ডার প্রধান এয়ার মার্শাল অমিত দেব বুধবার কাশ্মীরের বদগাম বায়ু সেনা ঘাঁটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন,”একদিন সম্পূর্ণ কাশ্মীর ভারতের হবে। তবে এখনই পাক অধিকৃত কাশ্মীরকে কব্জায় আমার কোনো পরিকল্পনা ভারতীয় সেনার নেই। অদূর ভবিষ্যতে ভারতবর্ষে অবশ্যই চেষ্টা করবে সম্পূর্ণ কাশ্মীরকে মুক্ত করার”।

পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি পাকিস্তান ন্যায় বিচার করছেন না বলে দাবি জানিয়েছেন অমিত বাবু। তিনি আরো বলেন,” পুরো কাশ্মীরের মানুষ একটি সম্পূর্ণ জাতি। কিন্তু ভারত এবং পাকিস্তান অর্ধেক কাশ্মীর নেওয়ার ফলে এই মানুষেরা দিনের পর দিন কষ্ট পেয়ে চলেছে। যদিও দুদিকের মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে এখনো। এই মাঝের দেওয়াল যদি তুলে দেওয়া যায় তবে কয়েক লক্ষ মানুষ আরো একবার শান্তিতে বসবাস করতে পারবে”।

প্রসঙ্গত, ভারত ভাগ হওয়ার পর থেকেই এই কাশ্মীর নিয়ে অশান্তি ভারত এবং পাকিস্তানের। পৃথিবীর বুকে স্বর্গ বলে মনে করা হয় কাশ্মীরকে। এই সৌন্দর্য ছাড়তে নারাজ দুই দেশ। তাই দুই দেশের মধ্যে হানাহানির ফলে এই নৈসর্গ সৌন্দর্য আজ অনেকটাই মলিন হয়ে গেছে। অদূর ভবিষ্যতে যদি কাশ্মীরকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেওয়া যায় তবে আরও একবার ফিরে আসতে পারে এই সৌন্দর্য এবং শান্তি।