দুবাইতে বিশ্বকাপ ফাইনালের জন্য দিদিকে আমন্ত্রণ করলেন দাদা

এবার মিলেমিশে একাকার হয়ে যাবে ক্রীড়াজগৎ এবং রাজনীতি জগৎ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে চিরকাল সুমধুর, তা আমরা সকলেই জানি। দাদার জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী স্বয়ং। এবার দাদার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রীকে। বিশ্বকাপ ফাইনালের মাঠে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাধুলার প্রতি আগ্রহ চিরদিনের, বিশেষত ফুটবলের প্রতি তিনি বরাবরই আগ্রহী। ২০১৭ সালে কলকাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে যুবভারতীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় যখন পিঙ্ক বল নিয়ে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেবারও বিসিসিআইয়ের তরফ থেকে আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এবার দুবাইতে বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রীকে। সাধারণত এক্ষেত্রে আমন্ত্রণ পান কোন রাষ্ট্রনেতা অথবা প্রধানমন্ত্রীরা, তাই স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পাওয়াটা বেশ বিরল একটি ঘটনা। তবে ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এবারের আয়োজন ভারত। আর ঠিক সেই কারণেই দুবাইতে আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রীকে।

যদিও অনেকেই মনে করেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে এক্ষেত্রে রীতি ভাঙ্গা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী এখন রয়েছেন উত্তরবঙ্গে, সেখান থেকে ফেরার পর বৃহস্পতিবার বিকেলে তিনি গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ দুবাইতে পৌঁছতে পারবেন কিনা তা জানা যাবে গোয়া থেকে ফিরে আসার পর।বোর্ড সূত্র থেকে জানা গেছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে ফাইনালে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন কিনা তা সময় বলতে পারবে।

Papiya Paul

X