Arijit

রোহিত অধিনায়ক হলে কে হবে ভারতের সহ-অধিনায়ক? উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ নাম

নিজের মুখে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের অধিনায়কের দায়িত্ব যে রোহিত শর্মার কাঁধে উঠতে চলেছে তা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে রয়েছে। যদিও এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি বিসিসিআই, তবে আগামী দিনে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিতই।

   

তবে এই মুহূর্তে সবথেকে বড় বিষয় রোহিত শর্মা অধিনায়ক হলে সহ-অধিনায়ক এর দায়িত্ব কার কাঁধে উঠবে? কারণ এই মুহূর্তে ভারতীয় দলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এই দায়িত্ব পালন করতে পারে। আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য। তাই কার ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে তা বলা খুবই মুশকিল।

তবে এই মুহূর্তে ভারতের সহ-অধিনায়কের জন্য উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ নাম। তারা হলেন কে এল রাহুল, ঋষভ পন্থ এবং জাসপ্রিত বুমরাহ। এর মধ্যে রাহুল এবং পন্থের সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনা জোরালো।