Papiya Paul

Indian Citizen: ভারতের নাগরিক হিসাবে আবেদন করতে চাইছেন? জানেন কোথায় কিভাবে আবেদন করবেন?

নিউজশর্ট ডেস্কঃ আইন পাশ হয়ে গিয়েছে প্রায় চার বছর আগে। এতদিন পর দেশজুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার বিকেলেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর এবার বিভিন্ন মহল থেকে এই সিএএ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

   

এক্ষেত্রে কারা কারা ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত হবেন?
১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭- র ৭ জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হবেন। এক্ষেত্রে তাদের বাবা-মায়ের নাগরিকত্ব কি সেটা দেখা হয় না। আবার ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা-মায়ের নাগরিকত্ব যদি ভারতীয় হয়, তবেই তিনি ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আর ২০০৪-এর পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে যে তাদের বাবা-মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোন একজন ভারতীয় ও অন্যজন অবৈধ অনুপ্রবেশকারী নন।

এক্ষেত্রে ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে গেলে কি কি লাগবে?

১) প্রথমেই লাগবে বৈধ বিদেশি পাসপোর্ট।

২) এর সাথে লাগবে বাসস্থানের পারমিট।

৩) বাবা-মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট।

৪) ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা করতে হবে।

৫) এর সাথেই আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট।

আরও পড়ুন: Indian Railways: ভারতের সবচেয়ে সুন্দর ৯ টি রেলস্টেশন! এখানে গেলেই হবে স্বর্গ দর্শনের অনুভূতি

৬) ম্যারেজ সার্টিফিকেট।

৭) ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। (যদি ভিনদেশ থেকে আসা হয়)

৮) ভারতে ব্যবহৃত যে কোনও একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে। অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে এর মান্যতা দিতে হবে।

৯) আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে।

কোথায় আবেদন করবেন? জানুন-

indiancitizenshiponline.nic.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া।

এছাড়া অফলাইনে করতে চাইলে ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অপিসে গিয়ে জমা দেওয়া যায়।