Arijit

ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল রোহিতের ভারত

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। আর এই ম্যাচে ইংল্যান্ড কে দশ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ইংল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে ১০ উইকেটে হারিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে গেল ভারত। উঠে এল তৃতীয় স্থানে। পাকিস্তান নেমে গেল চারে।

   

আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৬। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ১২২। এতদিন পর্যন্ত ১০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তান কিন্তু মঙ্গলবার ইংল্যান্ড কে দশ উইকেটে হারিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে নিল ভারত। অপরদিকে চতুর্থ স্থানে নেমে গেল পাকিস্তান।

ভারতকে তৃতীয় স্থান ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দু’টি এক দিনের ম্যাচ জিততেই হবে। এছাড়াও ব্যবধান আরও বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে ভাল ফল করতে হবে ভারতকে। আগামী মাসে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ রয়েছে পাকিস্তানের। সেখানে ভালো ফল করলে ফের ভারতকে টপকে যাবে পাকিস্তান।