Arijit

হাতে আর মাত্র ছ’টি ম্যাচ, ভারত কি পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে?

ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করল যাশস্প্রীত বুমরার নেতৃত্ব দিন ভারতীয় দল। প্রথম তিন দিন ভারতের খেলা দেখে মনে হচ্ছিল এই ম্যাচ হাসতে হাসতে জিতে যাবে বিরাট কোহলি কিন্তু চতুর্থ এবং পঞ্চম দিনে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে ভারতকে হারিয়ে দিল ইংল্যান্ড। আর এই হারের ফলে চাপে পড়ে গেল ভারত।

   

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হল ভারতের। এই টেস্ট হারের পর চতুর্থ স্থানেই আটকে রইল রোহিত শর্মারা।

১২টি ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ৫৩.৪৭ শতাংশ পয়েন্ট। প্রথম দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার রয়েছে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট। ভারতের বাকি রয়েছে আরও ছয়টি ম্যাচ। ভারত যদি তাদের শেষ ছয়টি ম্যাচও জিতে যায় সেক্ষেত্রে ভারতের ৬৮.৯৮ শতাংশ পয়েন্ট হবে। তাও ভারতকে ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার হারের দিকে তাকিয়ে থাকতে হবে।