নিউজ শর্ট ডেস্ক: যাত্রীদের সবচেয়ে সেরা এবং উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য সব সময় তৎপর ভারতীয় রেল (Indian Rail)। তবে রেলের বিরুদ্ধে হামেশাই একটা অভিযোগ থেকেই যায় তা হল দেরিতে ট্রেন আসা বা ট্রেন বাতিল (Train Late or Train Cancel) হওয়া। বিশেষ করে শীতকালে ঘন কুয়াশার কারণে হামেশাই বিভিন্ন রুটে ট্রেন লেট কিংবা বাতিল হওয়ার মতো ঘটনা ঘটে থাকে। এর ফলে চরম হয়রানির শিকার হতে হয় রেল যাত্রীদের।
তবে চিন্তার কিছু নেই। এই সমস্যার সমাধান করতেই এবার এক দারুন ব্যবস্থা করেছে ভারতীয় রেল।তাই যদি কারও ট্রেন লেট করে বা ট্রেন বাতিল হয় তাহলে তাকে আর প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে হবে না। এবার তিনি হোটেলে গিয়ে বিশ্রাম নিতে পারবেন। আর তার জন্য খরচ হবে মাত্র ১৫০ টাকা (150 rs)। কিন্তু সবাই হয়তো ভাবছেন এত কম টাকায় কিভাবে হোটেল রুম পাওয়া সম্ভব?
আসলে ভারতীয় রেল যাত্রীদের সুবিধার জন্যই এই দারুন ঝাঁচকচকে রিটায়ারিং রুমের ব্যবস্থা করেছে। যাদের ট্রেন বাতিল হয়ে যায় বা ট্রেন লেট থাকে সেই সমস্ত অপেক্ষারত যাত্রীদের জন্যই আইআরটিসি-র তরফে এই পরিষেবা দেওয়া হয়। যে কোন যাত্রী এই রিটায়ারিং রুম বুক করতে পারেন আইআরটিসি অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে।
তার জন্য আইআরটিসের ওয়েবসাইটে গিয়ে ‘মাই বুকিং’ অপশনে ক্লিক করার পর সেখানে গিয়ে কি ধরনের রুম এবং কত ঘন্টার জন্য বুক করতে চাইছেন তা বেছে নিতে হবে। এরপর লগইন করার সাথে সাথে আপনাকে ট্রেনের পিএনআর নম্বর দিতে হবে দিতে হবে। তারপরেই যাত্রীর নামে রাম বুক হয়ে যাবে। তবে কেউ চাইলে ৪৮ ঘণ্টার জন্য রিটায়ারিং রুম বুক করতে পারেন।
আরও পড়ুন: নামমাত্র টাকা দিয়ে এই ব্যবসা করলেই হবে বিরাট লক্ষ্মীলাভ! শুনেই দেখুন খরচের অঙ্ক
তবে কম খরচ বলে কিন্তু ভাববেন না খারাপ রুম দেওয়া হয়। আসলে এই সমস্ত রিটায়ারিং রুমগুলিতে হোটেলের মতোই যাবতীয় পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি এই রুম গুলির পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরেও বিশেষ জোর দেওয়া হয়। সাধারণত এই রুমের দাম শুরু হয় ১০০ টাকা থেকে। এক্ষেত্রে এসি নন এসি দুই ধরনের অপশনই পাওয়া যায়। তবে স্টেশনের ভিত্তিতে বিভিন্ন রিটারিং রুমের ভাড়া আলাদা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় দিল্লি রেলওয়ে স্টেশনের ১২ ঘণ্টার জন্য নন এসি রুমের খরচ হয় ১৫০ টাকা। অন্যদিকে এসি রুমের ক্ষেত্রে ২৪ ঘন্টার জন্য বুক করলে খরচ হয় মাত্র ৪৫০ টাকা।