Bussines idea

Business Ideas: নামমাত্র টাকা দিয়ে এই ব্যবসা করলেই হবে বিরাট লক্ষ্মীলাভ! শুনেই দেখুন খরচের অঙ্ক

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশে এখনকার দিনে চাকরির যা বাজার তাতে অনেকেই চাকরির আশা ছেড়ে দিয়ে ঝুঁকছেন ব্যবসার (Business) দিকেই। তাই এখনকার দিনের তরুণ প্রজন্ম সামান্য পুঁজিতেই (Low Invesment) নিজেদের ব্যবসা শুরু করতে চাইছেন। কিন্তু অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না কম পুঁজিতে কি ধরনের ব্যবসা করা লাভজনক হতে পারে? তাই আজ আপনাদের জন্যই থাকছে কম খরচে শুরু করা যায় এমনই কয়েকটি ব্যবসার আইডিয়া (Business Ideas)। আসুন জানা যাক বিস্তারিত

কত টাকা খরচ হবে?

এখনকার দিনে কমবেশি সবাই মোটামুটি ১ লক্ষ টাকার পুঁজি নিয়ে তবেই ব্যবসা করতে নামেন। কিন্তু জনলে অবাক হবেন এমন-ও কিছু ব্যবসা আছে  যা শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে মাত্র ২০ হাজার টাকা। আর ব্যবসাগুলির সবচেয়ে বড় সুবিধা হল এগুলি যে কেউ নিজের বাড়িতে বসেই শুরু করতে পারবেন। এছাড়া খুব অল্প দিনেই এই ব্যবসা থেকে লাভ করা যায়।

বাচ্চাদের জৈব প্রোডাক্টের ব্যবসা

২০ হাজার,20 thousand,কম বিনিয়োগ,Less Invesment,ব্যবসার আইডিয়া,Business Idea,বাচ্চাদের অর্গানিক প্রোডাক্ট,Organic Baby Product,অর্গানিক ফার্মিং,Organic Farming,অনলাইন নার্সারি প্ল্যান্ট,Online Nursery Plant,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ইদানিং বাজারে ব্যাপক চাহিদা বাড়ছে পরিবেশবান্ধব অর্গানিক প্রোডাক্টের। বিশেষ করে শিশুদের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে চাহিদাটা আরও বেশি। তাই মার্কেটের চাহিদার কথা ভেবে আপনিও নিজের বাড়িতে বসেই অর্গানিক বেবি প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে উন্নত মানের কাপড়, চামড়ার জিনিসপত্র, কিংবা খেলনা বিক্রি করে ভালো টাকা লাভ করা যেতে পারে।এই সমস্ত অর্গানিক বেবি প্রোডাক্টে হোলসেল মার্কেট থেকে কিনে  অনলাইনে-ও বিক্রি করা যেতে পারে।

অনলাইন নার্সারি প্ল্যান্টের ব্যবসা

২০ হাজার,20 thousand,কম বিনিয়োগ,Less Invesment,ব্যবসার আইডিয়া,Business Idea,বাচ্চাদের অর্গানিক প্রোডাক্ট,Organic Baby Product,অর্গানিক ফার্মিং,Organic Farming,অনলাইন নার্সারি প্ল্যান্ট,Online Nursery Plant,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসছেন অসংখ্য গাছ পাগল মানুষ। তাই এইসমস্ত  গাছ প্রেমী মানুষদের কথা ভেবেই মাত্র ২০ হাজার টাকা দিয়ে অনলাইনেই শুরু করতে পারেন নার্সারি প্ল্যান্টের ব্যবসাও। নতুন ব্যবসায়ীদের জন্য অনলাইন উদ্ভিদ নার্সারির ব্যবসা কিন্তু একটি দারুণ সুযোগ। তবে এক্ষেত্রে জনপ্রিয় উদ্ভিদের জাত চেনার ক্ষমতা বাড়তি সুবিধা দেবে। আর কেউ যদি বিরল প্রজাতির কোনো উদ্ভিদ সংগ্রহ করে তা  অনলাইনে বিক্রি করতে পারেন তাহলেও এই ব্যবসায় তিনি বেশ ভালোই লাভ করতে পারবেন ।

আরও পড়ুন: টাকার চিন্তা ছাড়ুন! বিদেশের এই জায়গায় গেলে আপনিই পাবেন টাকা, থাকতে পারবেন ফ্রীতে

অর্গানিক ফার্মিং-এর ব্যবসা

২০ হাজার,20 thousand,কম বিনিয়োগ,Less Invesment,ব্যবসার আইডিয়া,Business Idea,বাচ্চাদের অর্গানিক প্রোডাক্ট,Organic Baby Product,অর্গানিক ফার্মিং,Organic Farming,অনলাইন নার্সারি প্ল্যান্ট,Online Nursery Plant,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

স্বাস্থ্যের কথা ভেবেই এখন বাজারে বাড়ছে অর্গানিক প্রোডাক্টের চাহিদা। তাই জৈব চাষ, কম পুঁজির ব্যবসার জন্য একটি দারুণ অপশন। তাই এক্ষেত্রে প্রথমে মার্কেট রিসার্চ করে দেখতে হবে কোন এলাকায় কোন জিনিসের চাহিদা বেশি? এরপর চাহিদা বুঝে বিভিন্ন অর্গানিক প্রোডাক্টের চাষ করতে হবে। এক্ষেত্রে  স্থানীয় গ্রাহকদের চাহিদা আর পছন্দ-অপছন্দ  বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তবে জৈব চাষের মাধ্যমে, শাকসবজি, ফলমূল, সিরিয়াল, চা, ঔষধি গাছ ইত্যাদি চাষ করা যেতে পারে। এই জিনিসগুলো সরাসরি কোম্পানি থেকে কিনলেও কিন্তু নেহাত কম আয় হবে না।

Avatar

anita

X