Indian Railways

Papiya Paul

Indian Railways: ১৩৯ বছরের সফর শেষ, বন্ধ হল ভারতের জনপ্রিয় এই রেল রুট! মন খারাপ সকলের

নিউজশর্ট ডেস্ক: ভারতীয় রেলকে(Indian Railways) ভারতের লাইফ লাইন বলা হয়। প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম খরচে পৌঁছে যাবার জন্য ভারতীয় রেলের উপর ভরসা করে থাকে। আর এই রেল যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে ভারতীয় রেল।

   

কখনো যেমন উন্নত ট্রেন আনা হচ্ছে কখনো আবার রেল স্টেশনের চেহারা বদল করে দেওয়া হচ্ছে। এছাড়া যাত্রীদের ট্রেনে বসার ক্ষেত্রেও সিট আরো উন্নত করা হচ্ছে। তবে এর মধ্যেই ভারতীয় রেল এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনে সকলেই চমকে গিয়েছেন।

জানা গিয়েছে, বাহরাইচ-নানপারা-নেপালগঞ্জ রোড মিটার গেজ বিভাগ, যা লখনৌ বিভাগের ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের ১৫ ডিসেম্বর শুরু হয়েছিল। এখন রেল দ্বারা ব্রডগেজে সেটি রূপান্তরিত হতে চলেছে। ১০ই ফেব্রুয়ারি থেকে এই ব্রডগেজের জন্য এই রেললাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Indian Railways,Bangla Khobor,India

আরও পড়ুন: ২০২৪-এ এই ৩ ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাখপতি হতে চাইলে এই সুযোগ ছাড়বেন না

শুক্রবার বিকেল তিনটের সময় বাহরাইচ রেলওয়ে স্টেশনে ১৪০ জন যাত্রী, মিটারগেজ লাইনে চলা শেষ ট্রেন ০৫৩৫৯ রোড স্পেশাল মেসেঞ্জার ট্রেনটি এক নম্বর প্লাটফর্ম ছেড়ে গন্তব্য স্টেশনের দিকে চলে যায়। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন লোকো পাইলট রাজকুমার ভার্মা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গণেশ কুমার এবং গার্ড রমনকুমার পাঠক।