Business Idea

Papiya Paul

Business Idea: ২০২৪-এ এই ৩ ব্যবসায় শুধু লাভ আর লাভ, লাখপতি হতে চাইলে এই সুযোগ ছাড়বেন না

নিউজশর্ট ডেস্ক: এখনকার মানুষের মধ্যে শুধুমাত্র আর চাকরির চিন্তাভাবনা নয়। বরং তার পরিবর্তে ব্যবসা(Business) করে নিজের জীবনে বড় হয়ে ওঠার তাগিদ অনুভব করা যাচ্ছে।

   

আর যারা এই ব্যবসা করতে চাইছেন এবং নিজের ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চাইছেন তাদের জন্য ২০২৪ সালে বেশ কিছু ইউনিক ব্যবসা চিন্তাভাবনা করা প্রয়োজন। আজকের প্রতিবেদনে নতুন বছরের কিছু ইউনিক বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কেই আপনাদেরকে জানাবো। যেই ব্যবসা করলে ভবিষ্যতে আর আপনার পিছনে ফিরে তাকাতে হবে না।

১) এআই বিজনেস আইডিয়া: বর্তমান সময়ে এআই চারিদিক ঘিরে ফেলেছে। এটি ছাড়া এখন আর সত্যিই কোন বিজনেস আইডিয়া দেওয়া সম্ভব নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে সলিউশন নেটওয়ার্ক এমনকি মূলধারার ব্যবসাতেও ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এআই। এটি বাজার দখল করার আগেই ব্যবসায়ীদের মাঠে নেমে পড়তে হবে। এটি ভবিষ্যতে অনেক কাজের সুযোগ দেবে।

আরও পড়ুন: কলকাতাতেও ছুটবে বুলেট ট্রেন! প্রকাশ্যে ঝাঁ চকচকে ট্রেনের ফার্স্ট লুক, দেখলেই ফিদা হবেন

২) কনটেন্ট ক্রিয়েটর: এই বিষয় বহুদিন ধরেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলাতে কনটেন্ট তৈরি করে বহু মানুষই সুপারস্টার হয়ে গিয়েছে। তবে এই কেরিয়ারে প্রবেশ করা অত সহজ না হলেও যারা করতে পারবেন তাদের জন্য এটি লাভজনক ব্যবসা হতে পারে। ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা উপার্জন খুব সহজেই করা যায়।

Business Idea

৩) ই-কমার্স: এই ই-কমার্স এর চাহিদা এখন খুব বেশি। ই-কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ার পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও বহু বেড়ে গিয়েছে। সঠিকভাবে ব্র্যান্ডিং প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সহ উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে এই ই-কমার্স সাইট ব্যবসা।