Sealdah

Sealdah: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার এই ট্রেন বাতিল! রেলের সিদ্ধান্তে মাথায় হাত যাত্রীদের

নিউজ শর্ট ডেস্ক: প্রায় সারা বছরই বাঙালির পায়ের তলায় থাকে সর্ষে। শীত-গ্রীষ্ম-বর্ষা বছরের যে কোন সময়ই অল্প কয়েকদিনের ছুটি পেলে ব্যাগ-পত্র  গুছিয়ে ঘুরতে বেরিয়ে পরেন সকলে। আর ঘুরতে যাওয়ার জন্য বাঙালির  বরাবরই পছন্দের একটি জায়গা হল উত্তরবঙ্গ (North Bengal)। ইঁট-কাঠ-পাথরের ইস্পাত নগরী থেকে দূরে পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরতে গেলেই নিমেষে দূর হয়ে যায় রোজকার জীবনের সমস্ত ক্লান্তি।

আর ঘুরতে যাওয়ার জন্য বরাবরই বাঙালির পছন্দের পরিবহন মাধ্যম হল দূরপাল্লার ট্রেন (Express Train)। তাই কাছে হোক দূরে যেকোনো সফরের জন্য সকলেই চোখ বুজে ভরসা করতে পারেন ভারতীয় এই রেল নেটওয়ার্কের ওপরে। কিন্তু এবার ভারতীয় রেলের (Indian Railways) একটি বিরাট সিদ্ধান্তে মাথায় হাত উত্তরবঙ্গের পাহাড়প্রেমী পর্যটকদের।

জানা আছে এবার ভারতীয় রেলের সিদ্ধান্তে যাত্রীদের পছন্দের একটি ট্রেনের সফর চিরকালের জন্য শেষ হতে চলেছে। যার নাম ‘গৌড় এক্সপ্রেস’ (Gour Express)। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। ইতিহাস বলছে আজ থেকে ঠিক ২০ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে শিয়ালদহ-বালুরঘাটের মধ্যে গৌড় লিংক এক্সপ্রেস ট্রেন দিয়ে প্রথম সফর শুরু হয়েছিল এই গৌড় এক্সপ্রেসের।

ভারতীয় রেল,Indian Railways,গৌড় এক্সপ্রেস,Gour Express,উত্তরবঙ্গ,North Bengal,দূরপাল্লার ট্রেন,Express Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিগত প্রায় দু’দশক ধরে  উত্তরবঙ্গ ভ্রমণের জন্য কম-বেশি সকলেই চোখ বুজে ভরসা করতেন এই গৌড় এক্সপ্রেসের উপর। তাই এতদিন বালুরঘাট তথা জেলাবাসীর কলকাতার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা ছিল এই গৌড় এক্সপ্রেস। তবে এবার চিরকালের মতো সফর শেষ হচ্ছে এই ট্রেনের।

আরও পড়ুন: অবিবাহিত মেয়েদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ভারতীয় রেল! কি সুবিধা জানেন?

ভারতীয় রেল,Indian Railways,গৌড় এক্সপ্রেস,Gour Express,উত্তরবঙ্গ,North Bengal,দূরপাল্লার ট্রেন,Express Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসলে  অনেকেই মনে করছেন গৌড় এক্সপ্রেসের প্ৰয়োজনীয়তা এখন শেষ হয়েছে । জানা যাচ্ছে চলতি মাসেই ২২ ফ্রেব্রুয়ারি  থেকেই  বন্ধ হয়ে গিয়েছে  এই গৌড় এক্সপ্রেসের পথচলা। এখানে বলে রাখি এই গৌড় এক্সপ্রেস চলবে মালদা টাউন পর্যন্ত। তবে নতুন বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস চালু হওয়ায় এখন আর গৌড় এক্সপ্রেসের  প্রয়োজন নেই।

Avatar

anita

X