Indian Railways

Indian Railways: ১০ মিনিটের বেশি দেরি হলেই টিকিট ক্যানসেল! নতুন নিয়ম আনলো ভারতীয় রেল

নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে ততই উন্নত হচ্ছে ভারতীয় রেল। আর এখন রেলে যাত্রীর সংখ্যা বহু বৃদ্ধি পেয়েছে। অন্যান্য পরিবহন মাধ্যমের তুলনায় রেল পরিবহনে খরচ কম এবং সময়ও কম লাগে। তাই ভারতীয় রেলওয়ের জনপ্রিয়তা সবসময় বেশি। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সঠিক পরিষেবা প্রদানের জন্য একটি পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল।

আর এরফলে সবথেকে সুবিধা হচ্ছে যাত্রীদের। তবে রেল সফরের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়। আর সঠিক পরিষেবা প্রদানের জন্য রেল কর্তৃপক্ষ বারবার নিয়মে পরিবর্তন করে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে এবার একটি নিয়মের পরিবর্তন আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ট্রেন ছাড়ার ১০ মিনিটের মধ্যে কোন যাত্রী যদি তার সিটে পৌঁছাতে না পারেন। তাহলে যাত্রীর টিকিট বাতিল হতে পারে। এরপরই সকলের মনে প্রশ্ন জাগছে সত্যিই কি এই ঘটনা ঘটতে চলেছে? চলুন এই তথ্য সম্পর্কে সত্যি ঘটনা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় যে যাত্রীরা তাদের মূল বোর্ডিং স্টেশনের পরিবর্তে পরবর্তী কোন স্টেশনে গিয়ে ট্রেন ধরেন। এই নতুন নিয়ম যদি লাগু হয় তাহলে যাত্রীরা ট্রেনে বসতে পারবেন না।

Indian Railways

আরও পড়ুন: Indian Railways: ট্রেনে বিপদে পড়লেই কল করুন এই তিন সংখ্যার নাম্বারে, সঙ্গে সঙ্গে মিলবে হেল্প!

ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট দাবি করেছে যে রেল কর্তৃপক্ষ এই নতুন নিয়ম চালু করে দিয়েছে। আর নতুন নিয়মে ট্রেন চলার ১০ মিনিটের মধ্যে কোন যাত্রী তার সিটে পৌঁছতে না পারলে ওই যাত্রীর টিকিট বাতিল হয়ে যাবে। রেল বেশিরভাগ টিকিট চেকিং স্টাফকে এই হ্যান্ডহেল্ড টার্মিনাল প্রদান করে দিয়েছে। যেখানে যাবতীয় তথ্য দ্রুত অনলাইনে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে কোন যাত্রী ১০ মিনিট পরেও তার জায়গায় না এলে ওই টিকিট বাতিল হয়ে যাবে। বোঝাই যাচ্ছে, কোন যাত্রী যদি ১০ মিনিটের মধ্যে নিজের সিটে এসে না পৌঁছান, সেক্ষেত্রে তিনি ভালো রকমের সমস্যায় পড়বেন। কারণ হলো নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে ন।

সময়ের মধ্যে যাত্রীরা নিজের সিটে এসে না পৌঁছতে পারলে সেক্ষেত্রে টিকিট পরীক্ষক ওই সিটটিকে ‘আনঅকুপাইড’ হিসেবে চিহ্নিত করে টিকিট বাতিল পর্যন্ত করে দিতে পারেন। মনে করা হচ্ছে, ট্রেনের টিকিট সংক্রান্ত বিষয়ে আরো বেশি স্বচ্ছতা আনার জন্য রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Papiya Paul

X