নিউজশর্ট ডেস্ক: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেলের গুরুত্ব সবসময় বেশি। আর লোকাল ট্রেনে(Local Train) সবথেকে বেশি যাত্রী যাতায়াত করে থাকেন। এই লোকাল ট্রেনে প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গন্তব্যে পৌঁছে যান।
তবে লোকাল ট্রেনে যাতায়াতে বেশ কষ্টজনক।এর কারণ এই লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা অনেক থাকে আর এই লোকাল ট্রেনে উঠতে গিয়ে এবং চলাচল করতে গিয়ে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। শিয়ালদহ-হাওড়া সমস্ত জায়গার লোকাল ট্রেনেরই একই অবস্থা। তবে এবার শিয়ালদায় এবং হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনগুলোর চেহারা বদলে দেওয়ার চেষ্টা শুরু করতে চলেছে ভারতীয় রেল।
এবার ট্রেনের ভেতরে ডিজাইন থেকে শুরু করে বসার সিট, দরজা সবকিছুই বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। রোজ রেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিরাট পরিবর্তনের ভাবনা আনা হয়েছে। আগামী দিনে এই লোকাল ট্রেনগুলোর চেহারা দেখে ট্রেন নাকি মেট্রো হয়ে যাবে তাকেও ধরতে পারবেন না।
আরও পড়ুন: Indian Railways: কনফার্ম টিকিট না থাকলেও ধরবে না TTE, রেলের এই নতুন নিয়ম জানতেন?
ইতিমধ্যে যারা হাওড়া ডিভিশনের যাত্রী রয়েছেন তারা জানবেন যে হাওড়া-বর্ধমান মেন লাইনের বেশ কিছু লোকাল ট্রেনে ইতিমধ্যে পরিবর্তন আনা হয়েছে। এই সমস্ত লোকাল ট্রেনের যাত্রীদের চলাফেরা থেকে দাঁড়ানোর জন্য অনেকটা বেশি জায়গা রয়েছে।এছাড়া লোকাল ট্রেনে আছে টিভি। এই সমস্ত টিভিতে বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি মাঝেমধ্যে কার্টুন থেকে চার্লি চ্যাপলিনের শো দেখানো হচ্ছে।
রোজকার যাত্রীদের কিছুটা সময় হলেও বিনোদনের জন্য রেলের এই নতুন ভূমিকা নেওয়া হয়েছে। এর পাশাপাশি লোকাল ট্রেনের সেই ভারী ভারী দরজার বদলে অন্য রকমের হালকা দরজা নিয়ে আসা হবে। এর পাশাপাশি ট্রেনের জানালা থেকে শুরু করে ফ্যান আলো সমস্ত কিছুর পরিবর্তন আনা হয়েছে। এটি ছাড়া মেট্রোর মতো লোকাল ট্রেনে পাবলিক এড্রেস সিস্টেম লাগানো হয়েছে। অর্থাৎ যাত্রীরা ট্রেনে বসে শুনতে পারবেন পরবর্তী স্টেশন কোনটা এবং কোন স্টেশনে তিনি রয়েছেন।