Mithai

Papiya Paul

Mithai: ছোটপর্দায় নয়, ফের নতুন ছবিতে নায়িকার ভূমিকায় সৌমিতৃষা, খুশি মিঠাইয়ের ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ ‘মিঠাই'(Mithai) ধারাবাহিকে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু(Soumitrisha Kundu)। যদিও এই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বহুদিন আগে। ছোট পর্দার জার্নির পর ইতিমধ্যে বড় পর্দায় নিজের ডেবিউ করেছেন মিঠাই।

   

শুরুতেই বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। ‘প্রধান’ ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছেন সৌমিতৃষা। আর এবার নতুন ছবির ঘোষণা করলেন তিনি। কিছুদিন আগেই অভিনেত্রী জানিয়েছেন যে এখন আর ছোটপর্দায় ফেরার কোন ইচ্ছে তার নেই। বরং সিনেমার দুনিয়াতে নিজের পরিচিতি গড়ে তুলতে চান।

তার দ্বিতীয় ছবির নাম হল ‘১০ ই জুন’। এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন সৌরভ দাস। এই ছবিতে ‘মিঠাই’-এর চরিত্রের নাম হল মিতালি। এই ছবির গল্পের প্লট অনুযায়ী, একদিন বাড়িতে একা রয়েছে মিতালী। হঠাৎ করে বাড়ির বেল বাজে। এরপর দরজা খুলতেই তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এক খুনি। পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিতালীর বাড়িতে আশ্রয় নেয়। এরপর এই নিয়ে গল্প এগোবে।

আরও পড়ুন: Bank Rules: এবার বদলে যেতে চলেছে ব্যাঙ্কের নিয়ম! সময়ের হবে বিরাট বদল, আগেই সবটা জেনে রাখুন

তবে এই ছবিতে ১০ ই জুন নাম কেন নেওয়া হয়েছে তা অবশ্য সিনেমা মুক্তির পর জানা যাবে। এদিন ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই সিনেমার খবর ভাগ করে নিয়েছেন। এখানে তিনি লিখেছেন, ‘হে পরিবার আপনাদের সকলের আশীর্বাদ চাই।’ বিগত কিছুদিন ধরেই সৌমিতৃষার পরের প্রজেক্ট কি হবে তাই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তার ভক্তদের জন্য খুশির খবর এসে গিয়েছে। দ্বিতীয়বার বড় পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।