Sealdah

anita

Sealdah: বছরে একদিন স্বামীজির স্মরণে বজবজ থেকে শিয়ালদহ ছোটে এই ট্রেন! কোনদিন জানেন?

নিউজ শর্ট ডেস্ক: বিশ্বব্যাপী ভারতীয় ধর্ম ও দর্শনের পথ প্রশস্ত করতেই বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। তাঁর সেই বক্তৃতা  শুনলে আজও গায়ে কাঁটা দেয় প্রত্যেক ভারতীয়দের। এইভাবে পশ্চিমা বিশ্বকে মুগ্ধ করে ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে এসেছিলেন স্বামীজী।

   

আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই স্বামী বিবেকানন্দর কলকাতায় ফিরে আসার এই বিশেষ দিনেই  এখনও প্রতি বছর সকালে বজ বজ (Budge Budge) থেকে একটি বিশেষ ট্রেন (Special Train) চলে। ব্যতিক্রম ছিল না এই বছরেও। তাই এই বছরও, স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবসের ১২৮ তম বার্ষিকী উদযাপন করতেই শিয়ালদাহগামী (Sealdah) এই বিশেষ ট্রেন চালানো হয়েছে।

এই বছরও, স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে,একটি বিশেষ ইএমইউ ট্রেন সকাল ৯ টা ৫৫ মিনিটে বজবজ থেকে শিয়ালদহ গিয়েছে। যাত্রাপথে সব স্টেশনে থামার পর এদিন শিয়ালদহ পৌঁছেছে ১০ টা ৫২ মিনিটে।

স্বামী বিবেকানন্দ,Swami Vivekananda,বজ বজ,Budge Budge,বিশেষ ট্রেন,Special Train,শিয়ালদাহ,Sealdah,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এইভাবেই প্রতি বছর স্বামীজীর  কলকাতা প্রত্যাবর্তন দিবসে, বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ইএমইউ ট্রেন চালিয়ে পূর্ব রেল স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানান।বিশ্বব্যাপী ভারতীয় ধর্ম ও দর্শনের প্রসারে ভারতীয় এই প্রাণ পুরুষের অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন: ভোটের আগে দিলদরিয়া মুখ্যমন্ত্রী! কর্মসংস্থান বাড়াতে এবার জেলায় জেলায় ‘বিগ বাজার’

স্বামী বিবেকানন্দ,Swami Vivekananda,বজ বজ,Budge Budge,বিশেষ ট্রেন,Special Train,শিয়ালদাহ,Sealdah,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই বিশেষ এই ট্রেনটি স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই চালানো হয় প্রতি বছর। অনেকেই হয়তো জানেন না সেই কয়েক দশক আগে স্বামীজী যখন সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে শিয়ালদহ স্টেশনে নেমেছিলেন সেদিন তাঁকে স্বাগত জানানোর জন্য প্রায় ২০,০০০ জন লোকের জনসমাগম হয়েছিল।