CM News:

anita

CM News: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ের পরেই কোটি টাকার মালকিন! এই অভিনেত্রীর জীবন কাহিনী আস্ত সিনেমা

নিউজ শর্ট ডেস্ক: ভালোবাসায় বয়স একটা সংখ্যা মাত্র। একথাই প্রমাণ হয়েছে বারবার। বাংলা ইন্ডাস্ট্রির দোলন রায় এবং দীপঙ্কর দে থেকে শুরু করে সদ্য বিবাহিত কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এঁরা প্রত্যেকেই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ভালোবেসে বিয়ে করেছেন নিজেদের মনের মানুষ।

   

এই মুহূর্তে পেজ থ্রীর পাতায় যখন কাঞ্চন-শ্রীময়ীর অসম বয়সী বিয়ে হট টপিক হয়ে উঠেছে তখনই প্রকাশ্যে এল আমাদের দেশের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Ex-Chief Minster) সাথে একজন জনপ্রিয় অভিনেত্রীর অসমবয়সী প্রেম থেকে দাম্পত্য জীবনের কাহিনী।

অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করলেও সেই কেরিয়ার এগোয়নি বেশিদিন৷ তারপর প্রযোজনাতেই হাত পাকিয়ে সাফল্য অর্জন করেন তিনি৷ তবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সিনেমার মতোই বর্ণময়। কি ভাবছেন কে এই সুন্দরী অভিনেত্রী?

প্রাক্তন মুখ্যমন্ত্রী,Ex-Chief Minster,অভিনেত্রী,Actress,বিয়ে,Marriage,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আসলে এখানে কথা হচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কন্নড় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ও প্রযোজক রাধিকা কুমারস্বামীকে নিয়ে। একসময় বাবা-মায়ের অমতেই দেশের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে করেছিলেন তিনি৷ ২০০৬ সালে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমরাস্বামীকে বিয়ে করেন রাধিকা৷ আর বিয়ের পরেই  জীবন বদলে যায় অভিনেত্রীর। তবে এটি দুপক্ষেরই  দ্বিতীয় বিয়ে ছিল৷ 

আরও পড়ুন: নিজের বরকে ভাইফোঁটা দিচ্ছেন অভিনেত্রী! সিরিয়ালের আজব গল্পে মাথায় হাত দর্শকদের

যদিও প্রথমদিকে গোপনই ছিল এই বিয়ের খবর৷  টানা ৪ বছর অর্থাৎ ২০১০ সালে জানাজানি হয়ে যায় এই খবর। আর  এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় চারদিকে। তাঁদের শামিকা নামের এক কন্যা সন্তানও রয়েছে৷ রাখিকার সাথে এইচডি কুমারস্বামীর বয়সের পার্থক্য ২৭ বছর। বিয়ের সময় এইচডি কুমারস্বামীর বয়স ছিল ৪৭ বছর।

প্রাক্তন মুখ্যমন্ত্রী,Ex-Chief Minster,অভিনেত্রী,Actress,বিয়ে,Marriage,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

শুরু থেকেই তাঁরা দু’জনই নিজের কাজের জায়গায় সুপ্রতিষ্ঠিত৷ তাই তাঁদের বিয়ের খবরও সেই সময় জায়গা পেয়েছিল শিরোনামে৷ প্রথম সিনেমা ‘নীনাগাগি’-তে অভিনয় করার সময় রাধিকার বয়স ছিল মাত্র ১৪, তখন তিনি ৯বম শ্রেণীতে পড়তেন। পরবর্তীতে ২০০২ সালে কন্নড় সিনেমা ‘নীলা মেঘা শ্যামা’ দিয়ে লাইমলাইটে আসেন রাধিকা।

আরও পড়ুন: হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! দুর্দান্ত এই ব্যবসাতেই হবে বিরাট আয়

৩০টিরও বেশি সিনেমা করলেও অভিনেত্রী হিসেবে নয় তাঁর হতে সাফল্য আসে প্রযোজক হিসেবে। ২০১২ প্রথম কন্নড় ছবি ‘লাকি’ প্রযোজনা করে রাধিকা। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বিয়ের পর কোটি টাকার মালিক হয়েছিলেন রাধিকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর রাধিকা ১২৪ কোটি টাকার মালিক এবং তাঁর স্বামী কুমারস্বামীর ৪৪ কোটি টাকার সম্পদ রয়েছে।