Arijit

আজকেই ঘোষণা হবে টি-২০ বিশ্বকাপের দল, দেখুন ভারতের সম্ভাব্য স্কোয়াড

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সংযুক্ত আরব আমিরসাহির মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। করোনা ভাইরাসের কারণে এবার ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সমস্ত দায়িত্ব থাকবে বিসিসিআইয়ের হাতেই। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশিরভাগ দেশ তাদের দল ঘোষণা করে দিয়েছে। আজ দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

   

এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেডকোচ রবি শাস্ত্রী। ইতিমধ্যেই এই বিষয়ে কোহলি-শাস্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি একদফা বৈঠক করে ফেলেছেন ভারতীয় নির্বাচকরা। তবে আজ ফের একবার ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন ভারতীয় দলে নির্বাচকরা। জানা গিয়েছে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ।

করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট দল। সেই সঙ্গে রাখা হবে তিনজন অতিরিক্ত ক্রিকেটারও। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার জন্য বেশ কিছু তরুণ ক্রিকেটারদের মধ্যে লড়াই চলবে। মূলত লড়াই হতে চলেছে সূর্য কুমার যাদব, ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রহুল চাহার, সঞ্জু স্যানসনের মধ্যে।

এক নজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের সম্ভাব্য ভারতীয় দল:-
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি,  রবীন্দ্র জাদেজা, সূর্য কুমার যাদব, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার।