Arijit

ভারতকে সেরা বলাই টুইট করে সৌরভ গাঙ্গুলিকে নোংরা অপমান করলেন মাইকেল ভন

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ওভাল টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে 157 রানের বিরাট ব্যবধানে হারিয়েছে বিরাটের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ভারতীয় সর্মথকরা। তবে ভারতের এই জয়ে যিনি সবথেকে বেশি খুশি হয়েছেন তিনি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ভারতের জয়ের পরই টুইট করে সৌরভ গাঙ্গুলী লিখেছিলেন, ” দারুণ জয়! দুই দলের স্কিলে পার্থক্য রয়েছে। তবে সব থেকে বড় পার্থক্য রয়েছে চাপ নেওয়ার ক্ষমতায়। বাকিদের থেকে অনেক এগিয়ে ভারতীয় ক্রিকেট।”

   

এবার সৌরভ গাঙ্গুলীর সেই টুইটের ভুল ধরিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সৌরভের কথা মানতে নারাজ তিনি অর্থাৎ তিনি মানতে চান না যে ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে। সৌরভের টুইটের ভুল ধরাতে মাইকেল ভন পাল্টা টুইট করলেন।

সৌরভের সেই টুইটের রিটুইট করে মাইকেল ভন লিখেছেন, ” টেস্ট ক্রিকেট হতে পারে কিন্তু সাদা বলের খেলায় নয়।” অর্থাৎ টেস্ট ক্রিকেটে ভারতীয় দল যে এগিয়ে রয়েছে সেটা মেনে নিলেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলকে সবার সেরা মানতে নারাজ মাইকেল ভন।