Arijit

সিরিজ হারের সঙ্গে সঙ্গে বড় শাস্তির মুখে ভারত, দিতে হবে বিরাট আর্থিক জরিমানা

টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজও হারলো ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হয়ে লজ্জায় মুখ ঢাকল টিম ইন্ডিয়া। তবে শুধু এখানেই শেষ নয়, এই হারের সঙ্গে সঙ্গে বড় শাস্তি পেল কে এল রাহুলের টিম ইন্ডিয়া।

   

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। আর এই ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য বড়সড় শাস্তির মুখে কে এল রাহুলের টিম ইন্ডিয়া। মন্তর বোলিং করার জন্য মোটা অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে অধিনায়ক কে এল রাহুল সহ সমগ্র ভারতীয় দলকে।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ওভার করতেই হবে। যদি কোন দল নির্ধারিত সময়ের মধ্যেও সম্পূর্ণ ওভার করতে না পারে তাহলে প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফি’র কুড়ি শতাংশ করে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে ভারতীয় দল নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার কম বোলিং করেছিল। যার কারণে ম্যাচ ফি’র 40% করে কেটে নেওয়া হবে অধিনায়ক কে এল রাহুল সহ সমগ্র ভারতীয় দলের।