Arijit

ঘোষিত হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল, বাংলা থেকে সুযোগ পেলেন ২ ক্রিকেটার

আগামী 19 শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ মানেই ভারতীয় ক্রিকেটে বাড়তি উন্মাদনা। কারণ এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বারবার ভালো পারফরম্যান্স করেছে ভারতীয় তরুণরা। আগামী 19 শে জানুয়ারি থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট দল। আর দল ঘোষণার পরই বাংলা ক্রিকেটের জন্য অত্যন্ত সুখবর, কারণ বাংলা থেকে সুযোগ পেলেন 2 জন ক্রিকেটার।

   

অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলা থেকে সুযোগ পেলেন রবি কুমার এবং অমৃত রাজ উপাধ্যায়। রবি কুমার সরাসরি ভারতের প্রধান দলের সুযোগ পেয়েছেন এবং স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে অমৃত রাজ উপাধ্যায়কে।
অনূর্ধ্ব 19 বিশ্বকাপের চূড়ান্ত দলে নিজের নাম দেখার পর উত্তেজিত রবি কুমার বলেছেন, ” যেদিন থেকে বাংলা দলের হয়ে খেলতে শুরু করেছিলাম সেদিনই মনে মনে স্থির করে নিয়েছিলাম একদিন জাতীয় দলের হয়ে খেলবো। বিশ্বকাপের দলে আমাকে সুযোগ দেওয়ায় আমি খুবই খুশি। এখন আমার লক্ষ্য নিজের সেরাটা উজার করে দেওয়া। প্রত্যেক ম্যাচে নামার আগে নিজের মনসংযোগ স্থির করে এবং কঠোর প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই।”

এক নজরে দেখে নেওয়া যাক অনূর্ধ্ব 19 বিশ্বকাপের জন্য ভারতীয় দল:-
ইয়াল ধুল (অধিনায়ক) (দিল্লি), হারনুর সিং (চণ্ডীগড়), অ্যাঙ্ক্রিশ রঘুবংশী (মুম্বই), শেখ রশিদ (সহ-অধিনায়ক) (অন্ধ্রপ্রদেশ), নিশান্ত সিন্ধু (হরিয়ানা), সিদ্ধার্থ যাদব (উত্তরপ্রদেশ), অনীশ্বর গৌতম (কর্নাটক), দীনেশ বানা (উইকেটকিপার) (হরিয়ানা), আরাধ্য যাদব (উইকেটকিপার) (উত্তরপ্রদেশ), রাজ অঙ্গদ বাওয়া (চণ্ডীগড়), মানব পারেখ (তামিলনাড়ু), কৌশল তাম্বে (মহারাষ্ট্র), আরএস হাঙ্গাগেকর (মহারাষ্ট্র), ভাসু বস্ত (উত্তরপ্রদেশ), ভিকি ওসতওয়াল (মহারাষ্ট্র), রবি কুমার (বাংলা) এবং গর্ব সাঙ্গওয়ান (হরিয়ানা)।

স্ট্যান্ডবাই: ঋষিত রেড্ডি (হায়দরাবাদ), উদয় সাহারান (পঞ্জাব), অংশ গোসাই (সৌরাষ্ট্র), অমৃতরাজ উপাধ্যায় (বাংলা) এবং পিএম সিং রাঠোর (রাজস্থান)