Indian Railways

Indian Railways: গুজরাট বা দিল্লি নয়, ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলস্টেশন তৈরী হচ্ছে বাংলার বুকেই!

নিউজশর্ট ডেস্ক: ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকে যত দিন এগোচ্ছে ততই উন্নতমানের পরিষেবা প্রদান করা হচ্ছে। দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্যনতুন পরিষেবা নিয়ে আসছে। ঠিক যেমন এবার ভারতীয় রেল বাংলার বুকে তৈরি করছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলস্টেশন। নিশ্চয়ই এই কথাটি শুনে চমকে গিয়েছেন। আসলে এই তথ্য চমকে যাবার মতোই।

তবে কেন্দ্রীয় সরকার এই পরিকাঠামো শুরু করতে চলেছে। ভারতীয় রেলওয়ে পশ্চিমবঙ্গের তিস্তা বাজারে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন নির্মাণ করতে চলেছে। এই রেলস্টেশন তৈরির মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানো। এই প্রকল্পটি ২০২৪ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পের পরিচালক মহেন্দ্র সিং বলেছেন যে এই রেলস্টেশনের প্লাটফর্মের দৈর্ঘ্য হবে ৬২০ মিটার এবং টানেলের দৈর্ঘ্য হবে ৬৫০মিটার। এই জায়গার মধ্যে ট্রেন পার্ক করা যাবে, ব্রডগেজ নেটওয়ার্কের দিক থেকে এই রেলওয়ে স্টেশনটির দেশের প্রথম ভূগর্ভস্থ রেলওয়ে স্টেশন হবে। আর এই রেলস্টেশন তৈরি করা হলে তিস্তা বাজার থেকে দার্জিলিং ও সিকিমের রাজধানী গ্যাংটক যেতে সাধারণ মানুষের আর কোন অসুবিধা হবে না। মাত্র দু ঘন্টায় দার্জিলিং পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা।

আরও পড়ুন:  Indian Railways: প্রবীণ নাগরিকদের জন্য রেলের বিশেষ উদ্যোগ, ট্রেনের টিকিট বুক করলেই মিলবে বিরাট ছাড়!

জানা গিয়েছে, এই রেলপথে ২২ টি সেতু এবং ১৪ টি টানেল থাকবে। এই ট্রাকটির হ্যান্ডেলিং ক্ষমতা ২৫ টন হবে। আর এই ট্রেনগুলি প্রত্যেক ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এখন গাড়িতে যে দূরত্ব অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে। এই রেল লাইন নির্মাণের পর মাত্র ১ ঘন্টায় সেই যাত্রা শেষ করা যাবে।

কারা নির্মাণ করছে এই প্রকল্প? ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড এটি নির্মাণ করছে। এটি একটি পাবলিক সেক্টর কোম্পানি আছে। এই কোম্পানির অফিসার জানিয়েছেন যে এই রেল লাইনের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হচ্ছে।

Avatar

Papiya Paul

X