৩ থেকে ৯.৫%, SBI থেকে HDFC, এই ৫ ব্যাঙ্কে FD-তে সুদের হার জানলে আনন্দে লাফাবেন

নিউজশর্ট ডেস্কঃ নিজের কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় করার জন্য সাধারণ মানুষ সবার আগে ব্যাংক এবং পোস্ট অফিসের উপর নির্ভর করে। ভবিষ্যতের জন্য অর্থ জমানোর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) ওপর সবথেকে বেশি ভরসা করে সাধারণ মানুষ। যদি ফিক্সড ডিপোজিটে আপনি ভালো রিটার্ন পান তাহলে এর থেকে ভালো বিনিয়োগ আর অন্য কিছু হতে পারে না।

গত বছর যখন মুদ্রাস্ফীতি শীর্ষে পৌঁছে গিয়েছিল সে সময় একের পর এক রেপো রেট বেড়ে গেছে। তখন বিভিন্ন ব্যাংক লোনের ওপর সুদের হার(Interest Rate) বৃদ্ধির পাশাপাশি ফিক্সড ডিপোজিটের রেট বাড়িয়েছিল গ্রাহকদের সুবিধার জন্য। এখনো পর্যন্ত প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ মানুষের তুলনায় ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। এবার তাহলে দেখে নেওয়া যাক কোন ব্যাংকে সুদের হার কত দিচ্ছে।

দেশের বেসরকারি সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হল এই ব্যাংক ICICI, এই ব্যাঙ্ক তার সব গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর ৩% থেকে ৭.১% পর্যন্ত সুদের হার দিচ্ছে (Interest rate on FD)৷ এছাড়া প্রবীণ নাগরিকরা ১৬ই অক্টোবর থেকে বিভিন্ন মেয়াদের এফডি-তে ৩.৫০ শতাংশ থেকে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদের হার পান।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে টাকা জমিয়ে হয়ে যান কোটিপতি! ৯.৫% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

আবার  ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিট যেখানে সুদের হার ৪.৫% থেকে ৯%(Interest rate on FD)। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার  ৪.৫% থেকে ৯.৫% শতাংশ পর্যন্ত। এরপরেই আসছে  HDFC ব্যাঙ্ক। এখানে ৩ শতাংশ থেকে ৭.২০% শতাংশ সুদ পাওয়া যাচ্ছে সাধারণ মানুষদের ক্ষেত্রে। আর প্রবীণ নাগরিকরা ৩.৫% থেকে ৭.৭৫% এর মধ্যে সুদের হার পান। এই হার ১লা অক্টোবর ২০২৩ থেকে প্রযোজ্য হয়েছে।

আর ভারতের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাঙ্ক SBI। গ্রাহকদের জন্য সুদের হার ৩% থেকে ৭.১০% দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অবশ্য ৩.৫ শতাংশ থেকে ৭.৬ শতাংশ সুদ পাবে। SBI-এর রেট প্রায় ৬ মাস আগে শেষবার পরিবর্তিত হয়েছিল। আবার IDFC ফার্স্ট ব্যাঙ্ক গ্রাহকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার দেবে।  প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৪ থেকে ৮.২৫ শতাংশ দেওয়া হয় ফিক্সড ডিপোজিটের উপর।

আরও পড়ুন: চাকরির টেনশন ছাড়ুন, বাড়ি-গাড়ি-মোটা ব্যাঙ্ক ব্যালেন্স সব পাবেন হাতের মুঠোয়, রইল কোটিপতি হওয়ার সহজ ‘মন্ত্র’

এছাড়া সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে গ্রাহকেরা এফডিতে পাবে ৪% থেকে ৮.৬% পর্যন্ত সুদ। আবার প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৪.৫% থেকে ৯.১% পর্যন্ত সুদ। সর্বশেষ RBL ব্যাঙ্ক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ সুদ দেয়।

Papiya Paul

X