টলিউড,বিনোদন,টিজার,শুভশ্রী গাঙ্গুলী,ডঃ বক্সী,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Teaser,Social Media,Subhashree Ganguly,Dr Bakshi

Moumita

একের পর এক ছবিতে শুভশ্রী, এবার মৃণালিনীর চরিত্রে অভিনেত্রীকে দেখে উচ্ছাস ভক্তমহলে

চলতি বছরে একটার পর একটা ভিন্ন স্বাদের ছবি নিয়ে হাজির হচ্ছেন রাজ ঘরনী শুভশ্রী। এর আগে ‘ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’-র মতো বিতর্কিত ছবিতে নজরে এসেছেন তিনি। যদিও এই দুটো ছবির কোনোটাই তেমন দর্শক টানতে সক্ষম হয়নি তবে খুব আরো একটি ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন নায়িকা। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘ডাঃ বক্সী’ (Doctor Bakshi)।

   

ছবির পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিলো এবার সামনে এলো ছবির অন্যতম চরিত্র ‘মৃণালিনী’র ক্যারেক্টার টিজার। সম্প্রতি এই টিজারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী নিজেই। টিজার দেখার পর থেকে বেশ ভালোই উচ্ছাস ছড়িয়েছে ভক্তমহলে।

ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘এক লেখিকা যে তাঁর নিজের উপন্যাসের দুঃস্বপ্নে নিজেই বন্দি। নিয়ে এলাম ‘ডাঃ বক্সী’র মৃণালিনীকে। প্রথম ঝলক টিজার রইলো।’ প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। বলা হয় ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। ছবিতে শুভশ্রী ছাড়াও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মাহি করকে।

টলিউড,বিনোদন,টিজার,শুভশ্রী গাঙ্গুলী,ডঃ বক্সী,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Teaser,Social Media,Subhashree Ganguly,Dr Bakshi

ক্যারেক্টার রিভিল এই টিজার দেখে মনে হচ্ছে, ছবিতে এক ট্রাভেল ব্লগারের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। তিনি একটি বই লিখেছেন। যার প্রধান চরিত্র একজন ট্রাভেলার। আর এই ট্রাভেলে গিয়েই ট্রাবলে পড়েন তিনি। নিজের বইয়ের প্রধান চরিত্র মূলত লেখিকার আঙ্গিকেই তৈরি। এখনও পর্যন্ত যে ভিডিও পোস্ট প্রকাশ্যে এসেছে তা থেকে এটা স্পষ্ট যে, ‘ডাঃ বক্সী’ মূলত রহস্যে ভরপুর একটি সিনেমা।

পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’-তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে বিভিন্ন ধরনের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। ছবিতে দেখা গিয়েছিলো সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতাদের। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর।

টলিউড,বিনোদন,টিজার,শুভশ্রী গাঙ্গুলী,ডঃ বক্সী,সোশ্যাল মিডিয়া,Tollywood,Entertainment,Teaser,Social Media,Subhashree Ganguly,Dr Bakshi

কিন্তু তার কাজের পন্থা ছিলো বেআইনি এবং অনৈতিক। এখানেই মূলত প্রশ্নটা, মানুষের ভালো করতে গিয়ে যদি কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতে হয় তা কি ঠিক? এবার এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এখন ছবিতে ঠিক কী কী চমক রয়েছে তা তো ছবি মুক্তি পেলেই বোঝা যাবে।