Arijit

ফের আইপিএলে ভুল সিদ্ধান্ত! প্রাক্তনদের তোপের মুখে তৃতীয় আম্পায়ার

ফের আইপিএলে আম্পায়ার বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত অখুশি হলেন আম্পায়াররা। রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। আর এই ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক ক্রিকেটারদের মধ্যে।

   

ঘটনাটি ঘটে আরসিবির ইনিংসের অষ্টম ওভারে। পাঞ্জাব কিংসের বোলার রবি বিশ্বয়ের বলে সুইপ মারতে গিয়ে পরাস্ত হন বেঙ্গালুরুর ওপেনার দেবদত্ত পাডিক্কল। বল দেবদত্তের গ্লাভস লেগে সরাসরি চলে যায় উইকেট রক্ষক রাহুলের হাতে। রাহুল এবং রবি দুজনেই আউটের জন্য জোড়ালো আবেদন করেন কিন্তু ফিল্ড আম্পায়ার তাদের দাবি নাকচ করে দেন।

আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তে ডিআরএস নেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। ডিআরএসে স্পষ্টভাবে দেখা যায় বল খুব হালকা হলেও দেবদত্তের গ্লাভস ছুঁয়েছে তার সত্ত্বেও তৃতীয় আম্পায়ার নট আউট দিয়ে দেন। আর তারপরই মাঠের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের ক্রিকেটাররা। তারা সকলে ঘিরে ধরেন ফিল্ড আম্পায়ারকে। ফিল্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও।