নিউজশর্ট ডেস্কঃ গত বছর উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের কথা সকলেই জানেন। আর এর জন্য গতবছর পূজোতেও অনেক পর্যটক সিকিম ভ্রমণ বাতিল করে দেন। তবে এবার আস্তে আস্তে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে। পর্যটকদের জন্য চলতি বছর থেকেই সিকিমের দরজা খুলে গিয়েছে। আর এবার পর্যটকদের সুবিধার জন্য সিকিম ঘোরার(Sikkim Tour Package) ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আইআরসিটিসি(IRCTC)।
উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর জন্য ৯ টি ট্যুর প্যাকেজ আগামী মাসের মধ্যেই চালু করতে পারে আইআরসিটিসি। এখানকার ‘গ্রীন সিকিম এয়ার প্যাকেজ’ বেশ জনপ্রিয়। আজকের এই প্রতিবেদনে এই প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই প্যাকেজে পাঁচ রাত ছয় দিনের জন্য গ্যাংটক, পেলিং, শিলিগুড়ি ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।
আইআরসিটিসি জানিয়েছে যে বাঙ্গালীদের কাছে পাহাড় এক আলাদা আবেগের কাজ করে। তাই পাহাড়ে সব সময় পর্যটকের সংখ্যা বেশি থাকে। তাই পাহাড়ে পর্যটক যত বাড়বে ততই উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র আরো বেশি সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবে। এক্ষেত্রে ভ্রমণ করার জন্য আইআরসিটিসির তরফ থেকে বেশ কিছু আলাদা আলাদা প্যাকেজ নিয়ে আসা হচ্ছে।
যেমন ‘সিকিম সিলভার ট্যুর প্যাকেজ’ রয়েছে, যেখানে পাঁচ রাত ছয় দিনের ট্যুরে দার্জিলিং-গ্যাংটক এবং কালিম্পং ভ্রমণ করানো হবে। এর জন্য জনপ্রতি খরচ করতে হবে ১৭ হাজার ৮৫০ টাকা। এছাড়া ‘সিকিম প্ল্যাটিনাম ট্যুর প্যাকেজে’ ৭ রাত ৮ দিনের জন্য আপনাকে খরচ করতে হবে ২৩ হাজার ৪০০ টাকা। এখানে দার্জিলিং,গ্যাংটক, ক্যালিম্পং-এর সঙ্গে পেলিং ভ্রমণের ও সুযোগ দেওয়া হবে।
এছাড়া রয়েছে ‘সিকিম গোল্ড ট্যুর প্যাকেজ’ এখানে পাঁচ রাত ছয় দিনের জন্য প্যাকেজের খরচ ১৯ হাজার টাকা থেকে শুরু হবে। এখানে গ্যাংটক এবং গ্যাংটক-এর বিভিন্ন অফবিট জায়গা ভ্রমণ করানো হবে। এর পাশাপাশি রয়েছে ‘সিকিম ডায়মন্ড ট্যুর প্যাকেজ। এখানে ছয় রাত সাত দিনের এই প্যাকেজের খরচ ১৯ হাজার টাকা থেকে শুরু হবে। দার্জিলিং-গ্যাংটক-পেলিং এই প্যাকেজে ঘোরানো হবে।
আরও পড়ুন: Travel: ভুলে যাবেন দীঘা-পুরী, এই অচেনা লোকেশনে গেলে খুশিতে ভরে যাবে মন, রইল ঠিকানা
এছাড়া আছে ‘সিকিম-দার্জিলিং ট্যুর প্যাকেজ’ এখানে পাঁচ রাত ছয় দিনের জন্য ঘোরানো হবে। এক্ষেত্রে সিকিম এবং গ্যাংটক সমস্ত কিছুই ঘুরতে পারবেন পর্যটকেরা। এই প্যাকেজের খরচ শুরু হবে জনপ্রতি ৪৭ হাজার ১০০ টাকা থেকে।