Jagaddhatri Serial goons caught Kankon and demands for Rs 1 Cr Kaushiki Mukherjee comes in rescue

Partha

ব্যর্থ জ্যাস সান্ন্যাল! কাঁকনকে বাঁচাতে কি করবে কৌশিকী? ফাঁস ‘জগদ্ধাত্রী’র সুপার ধামাকা পর্ব

নিউজশর্ট ডেস্কঃ জ্যাস সন্ন্যাল, নামটা বাঙালি সিরিয়াল দর্শকদের কাছে খুবই পরিচিত। জি বাংলার (Zee Bangla) পর্দায় সন্ধ্যে নামলেই ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) দেখতে শুরু করেন সকলে। একদিকে যেমন সংসার তেমনি ক্রিমিনাল গুন্ডাদের পাকড়াও করে শাস্তি দেওয়া দুইয়ে মিলেই জ্যাস সন্ন্যাল। টিআরপি তালিকাতেও একসময় বরাবর ফার্স্ট হত ধারাবাহিকটি, তবে বর্তমানে জনপ্রিয়তা কিছুটা কমে যাওয়ায় সেরা পাঁচের মধ্যেই থাকে।

   

নিয়মিত যাঁরা ‘জগদ্ধাত্রী’ দেখেন তারা জানেন বর্তমানে চলছে টানটান উত্তেজনার পর্ব। কাঁকনকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে জ্যাস ও কৌশিকী মুখার্জী। আসলে কাকলি দেবীকে কিডন্যাপ করে রেখেছিল উতসব আর দেবু দা। তাদের সামনেই যখন কাকন গাছ লাগাতে যায় তখন সে দেখে কাকলি দেবীকে। এরপর জগদ্ধাত্রীকে ফোন করে সবটা জানায়। কিন্তু  জগদ্ধাত্রী বুঝে ওঠার আগেই গুন্ডারা কাঁকনকে ধরে ফেলেছে।

কাঁকনকে ধরে ফেলার পর তাকে আটকে রেখে জগদ্ধাত্রীকে ফোন লাগে দুষ্কৃতীরা। এরপর সেখান থেকে ছাড়া পাওয়ার পাশাপাশি ১ কোটি টাকা ও একটি গাড়ির ব্যবস্থা করতে বলে তারা। তাও আবার মাত্র ১ ঘন্টার মধ্যেই। এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে এই ভাবতে ভাবতেই কৌশিকী মুখার্জী ফোন করে জ্যাসকে। সমস্ত পরিস্থিতি শোনার পর কৌশিকী বলে ওঠে, আমি যাচ্ছি টাকা নিয়ে কিন্তু আমার কাঁকনকে ফেরত চাই।

আরও পড়ুনঃ রাই-অনির্বাণের শুভ বিবাহের মাঝেই দুঃসংবাদ! সিরিয়াল ছাড়ছেন অভিনেতা, হতবাক দর্শকেরা

এরপর ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে ঘটনাস্থলে হাজির হয় কৌশিকী মুখার্জী। সেই টাকার ব্যাগ নিয়ে জগদ্ধাত্রীই ভেতরে যাবে ঠিক হয়। কারণ শুধু গুন্ডাদের ধরা নয়, নির্বাক শিশু আর কাঁকনকেও বাঁচাতে হবে তাকে। ইতিমধ্যেই আজকের পর্বের একটুকরো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। সেই ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে ও সকলেই আজকের পর দেখার জন্য  অপেক্ষায় রয়েছে।

এদিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে উৎসব বৈদেহী দেবীকে সবটা জানাতে বাধ্য হয়। ছেলের মুখে কুকীর্তির কথা শুনে সপাটে থাপ্পড় কষিয়ে দেয় সে। কিন্তু ততক্ষণে উৎসব তাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি শুরু করেছে। যদিও এভাবে কতদিন বাঁচতে পারবে তা নিয়ে ও সন্দেহ রয়েছে যথেষ্ট। এসবের মধ্যেই মেহেন্দি চলে আসে আর জানায় যে জগদ্ধাত্রী নিজে কেসটা সামলাচ্ছে তাই দোষীদের শাস্তি হবেই। যা শুনে রীতিমত ভয় বেড়ে গিয়েছে উৎসবের।