নিউজ শর্ট ডেস্ক: গত সপ্তাহের শেষেই ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর মঞ্চে এসেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) সঞ্চালিত জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই গেম শোয়ের সেলিব্রেটি স্পেশাল পর্বে এদিন রচনার দরবারে হাজির হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মহা ধর্মাকা এপিসোডে রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিষয়ে খোলাখুলি কথা বলতে শোনা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে।
সেই এপিসোডের ঘোর কাটতে না কাটতেই এসে গিয়েছে, দিদি নাম্বার ওয়ান-এর আরও এক নতুন প্রমো। সেখানেই এবার সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের নতুন চমক বয়স্ক দিদিরা। বয়স যে শুধু একটা সংখ্যামাত্র তারই জলজ্যান্ত উদাহরণ দিদি নাম্বার ওয়ান-এর আগামী পর্বের অতিথি দিদিরা।
প্রোমো দেখে জানা গেল আসন্ন স্পেশাল এপিসোডে হাজির থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chatterjee),শকুন্তলা বড়ুয়া এবং হৈমন্তী শুক্লার মতো নামিদামি সেলিব্রেটিরা। নব্বইয়ের দশকে দুরদর্শনের পর্দায় সম্প্রচারিত হতো জনপ্রিয় মেগা সিরিয়াল ‘জন্মভূমি।’ ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলেছিল এই সিরিয়াল।
সেখানেই দাপুটে পিসিমার চরিত্রে অভিনয় করে বাংলার দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫টা বছর। বহু গুণের অধিকারী এই অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে ইতি ইতিমধ্যেই পার করে ফেলেছেন আট দশকেরও বেশি সময়। এখন যদিও বয়সের ভারে অনেকটা নুইয়ে পড়েছেন তিনি।
আরও পড়ুন: TRP’র কাছে হেরে গেল জনপ্রিয়তা! সিরিয়াল শেষ হওয়ায় কেঁদে ভাসালেন স্টার জলসার এই নায়িকা
তবে আজ এই ৯১ বছর বয়সে এসেও তাঁর সৌন্দর্য ফিকে হয়নি এক ফোঁটাও। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে এদিন খোদ বর্ষিয়ান অভিনেত্রী অবলীলায় জানালেন তাঁর বয়স। আসলে এদিন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে জানতে চেয়েছিলেন ‘দিদি তোমার বয়সটা কত হল?’ জবাবে মুচকি হেসে মিষ্টি করে বর্ষিয়ান অভিনেত্রী জানান, ‘একানব্বই’।
একথা শুনে যথারীতি চোখ বড় বড় হয়ে যায় রচনার। অবাক হয়ে দু’হাতে মুখ ঢেকে ফেলেন রচনা। অন্যদিকে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করেন হৈমন্তী শুক্লাও। অন্যদিকে ‘বয়স্ক’ তকমা একেবারেই পছন্দ নয় শকুন্তলা বড়ুয়ার। তিনি নিজেও আশির দোরগোড়ায় পৌঁছেও চুটিয়ে কাজ করে চলেছেন। তাই মিষ্টি ধমক দিয়ে বলে ওঠেন ‘কে বলেছে রে বয়স হয়ে গিয়েছে?’