Arijit

নেতৃত্বে বুমরাহ! ৩৫ বছর পর ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ভারত

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া একটি টেস্ট ম্যাচই এইদিন হতে চলেছে। করোনা আক্রান্ত হওয়ার এই টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

   

শেষ পর্যন্ত রোহিত যদি নেতৃত্ব দিতে না পারে তাহলে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জোরে বোলার যশপ্রীত বুমরাহ। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে তৈরি হবে আরও এক ইতিহাস। শেষ বার কোনও জোরে বোলার হিসাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব। ৩৫ বছর পর ফের নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল।

প্রসঙ্গত, কপিলের অধীনে সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে কোনও জোরে বোলারের নেতৃত্ব দিতে লেগে গেল ৩৫ বছর। মাঝে জল্পনা উঠেছিল অধিনায়কের আসনে ফের বিরাট কোহলিকে দেখা যাবে কি না। তবে কোহলি সম্ভবত দায়িত্ব নিতে রাজি হন নি। ১ জুলাই এজবাস্টনে স্টোকসের সঙ্গে বুমরাকেই সম্ভবত টস করতে নামতে দেখা যাবে।